ঢাকা: লা লিগায় শিরোপা দৌড়ে টিকে থাকতে প্রতিটি ম্যাচেই সংগ্রাম করে যাচ্ছে রিয়াল মাদ্রিদ। তবে শীর্ষে থাকা বার্সেলোনার থেকে চার পয়েন্ট পেছনে রিয়াল নিজেদের পরের ম্যাচে পাচ্ছে না দলের মূল স্ট্রাইকার ক্রিস্টিয়ানো রোনালদোকে।
গত রাতে রায়ো ভায়োকানোর বিপক্ষে কার্লো আনচেলত্তির শিষ্যদের ২-০ গোলে জয়ের ম্যাচে খেলার ৫১ মিনিটে হলুদ কার্ড দেখেন সিআর সেভেন। ভায়োকানোর বক্সে স্বাগতিক ফুটবলার অ্যান্তেনিও আমায়ার ফাউলে মাটিতে পড়ে যান পর্তুগিজ অধিনায়ক।
তবে রেফারি এসে উল্টো রোনালদোকেই হলুদ কার্ড দেন। রেফারি মারিও মালোরো লোপেজের মতে ব্যালন ডি’অর জয়ী রোনালদো ইচ্ছাকৃতভাবে মাটিতে ডাইভ দিয়েছেন। পরে এ নিয়ে রেফারির সঙ্গে বিতর্ক করায় সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড তারকাকে লা লিগার পরবর্তী ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়।
এদিকে রোনালদোর হলুদ কার্ডের ব্যাপারে দলের অন্য ফুটবলার টনি ক্রুস ও জেমস রদ্রিগেজও রেফারির সঙ্গে বিতর্কে জড়ালে তাদেরও এক ম্যাচ নিষিদ্ধ করা হয়।
বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০১৫
এমএমএস