ঢাকা: কোপা আমেরিকার প্রস্তুতি হিসেবে যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে, ফিডেক্স ফিল্ড স্টেডিয়ামে এল সালভাদরের বিপক্ষে ২-০ গোলে জয় পেয়েছে আর্জেন্টিনা। তবে এ ম্যাচে ইনজুরির কারণে সাইড বেঞ্চে ছিলেন নিয়মিত অধিনায়ক লিওনেল মেসি।
এর আগে পাঁয়ের ইনজুরির কারণে গত বৃহস্পতিবার দলের অনুশীলনে ছিলেন না বার্সেলোনা স্ট্রাইকার মেসি। এদিন মেসির পাশাপাশি মাঠে নামেন নি সার্জিও আগুয়েরো ও জাভিয়ার মাশ্চেরানো।
এদিন খেলার প্রথমার্ধে আর্জেন্টিনা বেশ কয়েকবার জোড়ালো আক্রমণে গেলেও তা থেকে গোল আদায় করতে পারেনি। পরে গোল শুন্য থেকেই বিরতিতে যায় জেরার্ডো মার্টিনোর শিষ্যরা।
বিরতি থেকে ফিরে অবশ্য নিজেদের ফিরে পায় ব্রাজিল বিশ্বকাপের ফাইনালিস্টরা। খেলার ৫৪ মিনিটে এভার বেনেগা দুর্দান্ত এক শট করলে তা রক্ষা করতে গিয়ে নিজেদের জালেই বল পাঠান সালভাদর ডিফেন্ডার এন.রেন্ডারোস। ফলে ১-০ গোলে এগিয়ে যায় আলবেসেলিস্তারা।
পরে দলটি আরো কয়েকটি আক্রমণ করলেও খেলার নির্ধারিত সময়ের দুই মিনিট আগে অসাধারণ এক ফ্রিকিক করে তা থেকে গোল আদায় করে নেন আর্জেন্টিনার হয়ে অভিষেক ম্যাচ খেলা ফেড্রিকো মানচুয়েলো। ফলে ২-০ গোলে এগিয়ে থেকে জয় নিয়ে মাঠ ছাড়ে ল্যাটিন আমেরিকার জায়ান্ট দলটি।
আগামী ৩১ মার্চ ইকুয়েডরের বিপক্ষে একটি ম্যাচ খেলে যুক্তরাষ্ট্র সফর শেষ করবে আর্জেন্টিনা।
বাংলাদেশ সময়: ১০৪০ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৫