ঢাকা: আন্তজার্তিক প্রীতি ম্যাচে দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ের মুখোমুখি হয় মরক্কো। ফিফা ৠাংকিংয়ের ৮৯ নম্বর দল হলেও আক্রমনাত্মক ফুটবল খেলে উরুগুয়েকে রীতিমত চোখ রাঙানি দেয় মরক্কো।
নিজেদের মাঠে প্রথম থেকেই উরুগুয়ের ডিফেন্সকে ব্যস্ত রাখে স্বাগতিকরা। ফেভারিট দল হলেও মাঠে তার বিন্দুমাত্র ছায়া রাখতে পারেনি অস্কার তাবারেজের শিষ্যরা। দ্বিতীয়ার্ধের ৫১ মিনিটে স্বস্তির গোল পায় উরুগুয়ে। তাও আবার পেনাল্টিতে। স্পট কিক থেকে লিড এনে দেন এডিনসন কাভানি।
নিষেধাজ্ঞার কারণে এ ম্যাচে খেলতে পারেননি তারকা স্ট্রাইকার লুইস সুয়ারেজ। তার অনুপস্থিতিটা ভালোই টের পায় উরুগুয়ে। পুরো ম্যাচজুড়ে গোলমুখে মাত্র একটি শট নেয় রদ্রিগেজ-কাভানিরা। বল দখলের লড়াইয়েও ঢের পিছিয়ে। মাত্র ৩৩ শতাংশ বল নিয়ন্ত্রনে রাখতে সমর্থ হয় উরুগুইয়ানরা।
বাংলাদেশ সময়: ১১১০ ঘন্টা, মার্চ ২৯, ২০১৫