ঢাকা: এল সালভাদোরের বিপক্ষে ম্যাচে জয় পেলেও আর্জেন্টাইন সমর্থকদের সমালোচনার শিকার হচ্ছেন নিয়মিত অধিনায়ক লিওনেল মেসি এবং টিম ম্যানেজমেন্ট। সমালোচকদের থামতে অনুরোধ জানালেন দলটির কোচ জেরার্ডো টাটা মার্টিনো।
মার্টিনো জানালেন, সমালোচকরা মেসিকে মাঠে না নামানোয় আমাদের উপর বেশ চটেছেন। তারা মনে করছেন আমরা ইচ্ছাকৃত ভাবেই মেসিকে মাঠে পাঠাইনি। তাদের উদ্দেশ্য করে বলছি, মেসি ইনজুরিতে থাকায় আমরা তাকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চাইনি।
তিনি আরও যোগ করেন, প্রথম দিন মেসি অনুশীলনে যোগ দিলে ভালোভাবেই অনুশীলন শেষ করে। দ্বিতীয় দিন সে কিছুটা অসুস্থবোধ করে। আর তৃতীয় দিন সে অনুশীলনে যোগই দিতে পারেনি। আমরা সমর্থকদের কিছুতেই বুঝাতে পারছি না, মেসি আসলেই খেলার মতো অবস্থায় ছিল না।
সমর্থকদের পাশে থেকে মার্টিনো বলেন, মেসি আর আর্জেন্টাইন সমর্থকরা সব সময় তাকে মাঠে দেখতে চায়। আমরাও চাই মেসি দেশের জন্য খেলুক। কিন্তু এ ম্যাচের আগে তার ইনজুরি তাকে মাঠে নামতে দেয়নি।
উল্লেখ্য, মেসিবিহীন ম্যাচে আর্জেন্টিনা এল সালভাদোরকে ২-০ গোলে হারিয়েছে।
বাংলাদেশ সময়: ১২১৫ ঘণ্টা, ২৯ মার্চ ২০১৫