ঢাকা, মঙ্গলবার, ২৮ শ্রাবণ ১৪৩২, ১২ আগস্ট ২০২৫, ১৭ সফর ১৪৪৭

খেলা

ইতালি-ডাচের ড্রয়ের রাতে ক্রোয়েশিয়া-বেলজিয়ামের জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:২৭, মার্চ ২৯, ২০১৫
ইতালি-ডাচের ড্রয়ের রাতে ক্রোয়েশিয়া-বেলজিয়ামের জয়

ঢাকা: ইউরো ২০১৬ বাইছা পর্বের ম্যাচ খেলতে গতকাল রাতে ইউরোপের জায়ান্ট দলগুলো মাঠে নেমেছিল। তবে একই রাতে ক্রোয়েশিয়া ও বেলজিয়াম বড় জয় পেলেও ড্র নিয়ে মাঠ ছাড়তে হয়েছে ইতালি, নেদারল্যান্ডসের মত শক্তিশালী দলগুলোকে।



ক্রোয়েশিয়ার ঘরের মাঠ স্টেডিয়ন মাকসিমিরে দুর্বল নরওয়েকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে বার্সেলোনা তারাকা ইভান রাকিটিচের দল। দলের হয়ে মার্সেলো ব্রোজোভিচ, ইভ‍ান প্রিসিক, ইভিকা ওলিক, গ্রডন শেচিলডেনফিল্ড ও ডেনিজেল প্রানজিক একটি করে গোল করেন। আর নরওয়ের হয়ে খেলার ৮১ মিনিটে একটি গোল শোধ করেন আলেক্সজেন্ডার টেটি।

অন্যদিকে ব্রাসেলসের স্তেদি রই বাদুইন স্টেডিয়ামে সাইপ্রাসের বিপক্ষে ৫-০ গোলের জয় পেয়েছে বেলজিয়াম। দলের হয়ে ফেলাইনির জোড়া, বেনতেকে, হ্যাজার্ড ও বাতসুয়াই একটি করে গোল করেন।

এদিকে অঘটন থেকে বেচে গিয়েছে চার বারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালি বুলগেরিয়ার বিপক্ষে ২-২ গোলে ড্র করে । আজ্জুরিদের হয়ে খেলার ৮৪ মিনিটে এডার গোল করলে সমতায় ফেরে দলটি। তবে খেলার চার মিনিটে বুলগেরিয়ার মিনাভ আত্মঘাতি গোল করলে প্রথমেই লিড নেয় ইতালি।

পাশাপাশি তুরস্কের কাছে অল্পের জন্য হার মানতে হয়নি নেদারল্যান্ডসকে। খেলার নির্ধারিত সময়ের পর অতিরিক্ত সময়ে ক্লাস হুন্তেলার গোল করলে ড্র নিয়ে মাঠ ছাড়তে হয় ডাচদের। এর আগে খেলার ৩৭ মিনিটে তুর্কির হয়ে একমাত্র গোল করেন ইলমাজ।

বাংলাদেশ সময়: ১২৩০ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।