ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

অপ্রতিরোধ্য ব্রাজিলের সামনে বিপর্যস্ত চিলি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৩ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৫
অপ্রতিরোধ্য ব্রাজিলের সামনে বিপর্যস্ত চিলি

ঢাকা: কার্লোস দুঙ্গার অধীনে দিনের পর দিন নিজেদের আরো অপ্রতিরোধ্য করে তুলছে ব্রাজিল। বিশ্বকাপের সেমিফাইনালে দলটির ভরাডুবির পর দুঙ্গার অধীনে সেলেকাওরা টানা সাত ম্যাচ জিতেছে।

সর্বশেষ তারা প্যারিসে ফ্রান্সকে ৩-১ গোলে উড়িয়ে দিয়েছে।

এদিকে টানা অষ্টম ম্যাচ জয়ের লক্ষে আজ রাতে লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে প্রীতি ম্যাচে চিলির মুখোমুখি হবে ব্রাজিল। আর এ ম্যাচের আগে ব্রাজিল কোচ দুঙ্গা জানিয়েছেন, এ ম্যাচে জয়ের কোন বিকল্প দেখছেন না তিনি।

এ ম্যাচে নামার আগে চিলিকে খুব হিসেব করেই নামতে হবে। কারণ দলটি নিজেদের সর্বশেষ ম্যাচে ইরানের বিপক্ষে ২-০ গোলে হেরেছে। আর ২০০০ সালের পর থেকে দলটি সেলেকাওদের বিপক্ষে ১৩ ম্যাচ খেলে কোনটিতেই জিততে পারেনি। সর্বশেষ তারা বিশ্বকাপে স্বাগতিক ব্রাজিলের কাছে কোয়ার্টার ফাইনালে ট্রাইব্রেকারে হেরেছিল।

এদিকে নিজেদের জয়ের ধারা বজায় রাখতে ব্রাজিল কোচ দুঙ্গা বলেন, ‘জয় সব সময়ই আনন্দদায়ক। তবে আমরা আগামী ম্যাচে জয় ছাড়া বিকল্প কিছু ভাবছি না। ’

ফ্রান্সের বিপক্ষে আগের ম্যাচে দারুণ অবদান রাখা ব্রাজিল স্ট্রাইকার নেইমারও রয়েছেন ছন্দে। তবে অন্যদিকে আর্সেনালের স্ট্রাইকার অ্যালেক্সিস সানচেজ বাড়তি সুবিধা পেতে পারেন। কারণ যে মাঠে খেলা হচ্ছে তা আর্সেনালের ঘরের মাঠ।

এদিকে এ ম্যাচটিকে নিজেদের কোপা আমেরিকা আসরের প্রস্তুতি হিসেবে দেখছে দু’দল। আগামী জুনে শুরু হওয়া এ টুর্নামেন্টে গ্রুপ ‘এ’ তে চিলি খেলবে মেক্সিকো, ইকুয়েডর ও বলিভিয়ার বিপক্ষে। আর ‘সি’ গ্রুপে থাকা ব্রাজিল লড়বে কলম্বিয়া, পেরু ও ভেনেজুয়েলার বিপক্ষে।

বাংলাদেশ সময় রাত আটটায় মুখোমুখি হবে দু’দল।

বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।