ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

সিরিয়ায় বিধ্বস্ত ভারত

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৯ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৫
সিরিয়ায় বিধ্বস্ত ভারত ছবি: শোয়েব মিথুন/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: নিজেদের প্রথম ম্যাচে উজবেকিস্তানের বিপক্ষে ২-০ গোলে সম্মানজনক পরাজয় পেলেও দ্বিতীয় ম্যাচে শক্তিশালী সিরিয়ার বিপক্ষে ৪-০ গোলে বিধ্বস্ত হয় ভারতের অনূর্ধ্ব-২৩ ফুটবল দল। তাই এক ম্যাচ বাকি থাকতেই এএফসি অনূর্ধ্ব-২৩ চ্যাম্পিয়নশিপের ‘ই’ গ্রুপের রানার্সআপ হওয়ার পথে সিরিয়া অনূর্ধ্ব-২৩ ফুটবল দলটি।



আর এক ম্যাচ বাকি থাকতেই চূড়ান্ত পর্বে খেলার স্বপ্ন ফিকে হয়ে গেল ভারতের।  

রোববার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই প্রচন্ড চাপ সৃষ্টি করে সিরিয়ান যুবারা। ১৫ মিনিটে নাসুউ নাকদাহলির বাড়িয়ে দেয়া বলে গোল করেন মাহমুদ আলমাওয়াস। এরপরে বেশ কয়েকটি আক্রমণ করে ভারতের রক্ষণভাগে ফাটল ধরায় দলটি।

প্রথমার্ধের শেষ সময়ে সিরিয়ার ওমর খারবিনের পাসকে কাজে লাগিয়ে গোল করেন প্রথম গোলের নেপথ্যের নায়ক নাসুউ নাকদাহলি। ফলে ২-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় সিরিয়া ফুটবল দল।

দ্বিতীয়ার্ধেও গোলের ক্ষুধা একই থাকে সিরিয়ান যুবাদের। ৬১ মিনিটে মাহমুদ আলমাওয়াসের পাসে গোল করেন নাসুউ নাকদাহলির (৩-০)।

৭০ মিনিটে ভারতের রক্ষণভাগের খেলোয়াড় শংঙ্কর সামপিনগিরাজ বাজে ভাবে ফাউল করার ফলে লাল কার্ড দেখে মাঠ ছাড়ে। ফলে  ১০ জনের দলে পরিণত হয় ভারত।

৮১ মিনিটে ভারতের কফিনে শেষ পেরেক ঠুকে দেন মাহমুদ আলমাওয়াস। সিরিয়ার মিডফিল্ডার ওমার আল মিদানির শট ভারতের রক্ষণভাগের খেলোয়াড়দের পায়ে লেগে ফিরে আসে। ফিরতি বলে হেড করে গোল করেন মাহমুদ আলমাওয়াস। নির্ধারিত সময় শেষে আর কোন গোল না হওয়ার ফলে ৪-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে সিরিয়ান যুবারা।

দিনের অপর ম্যাচে একই ভেন্যুতে স্বাগতিক বাংলাদেশ মুখোমুখি হয়েছে টুর্নামেন্টের ফেভারিট উজবেকিস্তানের বিপক্ষে।

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, ২৯ মার্চ ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।