ঢাকা: ৩০তম গোল্ড কাপ জাতীয় হকি প্রতিযোগিতা ২০১৫ এর চূড়ান্ত পর্বে রোববার মওলানা ভাসানী হকি ষ্টেডিয়ামে ৪টি ম্যাচ অনুষ্ঠিত হয়। ম্যাচে জয় পেয়েছে সেনাবাহিনী, সাতক্ষীরা, ফরিদপুর।
প্রথম খেলার রাজশাহী জেলা ১-১ গোলে বাংলাদেশ বিমান বাহিনীর সাথে ড্র করে। দ্বিতীয় খেলায় বাংলাদেশ সেনাবাহিনী ৭-০ গোলে চট্টগ্রামে জেলাকে পরাজিত করে। বিমানের মো: মিলন হোসেন হ্যাট্রিকসহ ৪টি গোল করেন।
তৃতীয় খেলায় সাতক্ষীরা জেলা ৩-২ গোলে বাংলাদেশ পুলিশকে পরাজিত করে। পুলিশের পক্ষে মো: সোহাগ ও শায়িখ হোসেন ২টি করে গোল করেন।
দিনের চতুর্থ ও শেষ খেলায় ফরিদপুর জেলা ৩-১ গোলে বাংলাদেশ নৌবাহিনীকে পরাজিত করে। ফরিদপুরের পক্ষে পুস্কর ক্ষিসা মিমো একাই ৩ গোল করে হ্যাটট্রিক করেন। গোল তিনটি ৭মিনিট, ৪০মিনিট ও ৫৯মিনিটে করেন তিনি। নৌবাহিনীর পক্ষে রিমন কুমার ঘোষ ২৬মিনিটে পেনাল্টি কর্ণারের মাধ্যমে একটি গোল পরিশোধ করেন।
বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, ২৯ মার্চ ২০১৫