ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

গোল্ড কাপ জাতীয় হকির ফলাফল

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪২ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৫
গোল্ড কাপ জাতীয় হকির ফলাফল

ঢাকা: ৩০তম গোল্ড কাপ জাতীয় হকি প্রতিযোগিতা ২০১৫ এর চূড়ান্ত পর্বে রোববার মওলানা ভাসানী হকি ষ্টেডিয়ামে ৪টি ম্যাচ অনুষ্ঠিত হয়। ম্যাচে জয় পেয়েছে সেনাবাহিনী,  সাতক্ষীরা, ফরিদপুর।

আর রাজশাহী জেলা বনাম বাংলাদেশ বিমান বাহিনীর মধ্যকার ম্যাচটি শেষ পর্যন্ত ড্র এর পথে গড়ায়।   

প্রথম খেলার রাজশাহী জেলা ১-১ গোলে বাংলাদেশ বিমান বাহিনীর সাথে ড্র করে। দ্বিতীয় খেলায় বাংলাদেশ সেনাবাহিনী ৭-০ গোলে চট্টগ্রামে জেলাকে পরাজিত করে। বিমানের মো: মিলন হোসেন হ্যাট্রিকসহ ৪টি গোল করেন।

তৃতীয় খেলায় সাতক্ষীরা জেলা ৩-২ গোলে বাংলাদেশ পুলিশকে পরাজিত করে। পুলিশের পক্ষে মো: সোহাগ ও শায়িখ হোসেন ২টি করে গোল করেন।

দিনের চতুর্থ ও শেষ খেলায় ফরিদপুর জেলা ৩-১ গোলে বাংলাদেশ নৌবাহিনীকে পরাজিত করে। ফরিদপুরের পক্ষে পুস্কর ক্ষিসা মিমো একাই ৩ গোল করে হ্যাটট্রিক করেন। গোল তিনটি ৭মিনিট, ৪০মিনিট ও ৫৯মিনিটে করেন তিনি। নৌবাহিনীর পক্ষে রিমন কুমার ঘোষ ২৬মিনিটে পেনাল্টি কর্ণারের মাধ্যমে একটি গোল পরিশোধ করেন।

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, ২৯ মার্চ ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।