ঢাকা: নেপালের কাঠমুন্ডে অনুষ্ঠানরত বিশ্বকাপ দাবা ও বিশ্ব মহিলা দাবা চ্যাম্পিয়নশিপের কোয়লিফায়িং এশিয়ান জোনাল দাবা চ্যাম্পিয়নশিপের চতুর্থ রাউন্ডের খেলা শেষে ওপেন ও মহিলা উভয় বিভাগেই শীর্ষস্থান অক্ষুন্ন রেখেছেন বাংলাদেশের দাবাড়ুরা।
ওপেন বিভাগের চতুর্থ রাউন্ড শেষে দেশের তিন গ্র্যান্ড মাস্টার আব্দুল্লাহ আল রাকিব, নিয়াজ মোরশেদ ও জিয়াউর রহমান চার খেলায় সাড়ে তিন পয়েন্ট করে নিয়ে মিলিতভাবে পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছেন।
তিন পয়েন্ট করে দ্বিতীয় স্থানে রয়েছেন গ্র্যান্ড মাস্টার এনামুল হোসেন, আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ মিনহাজ উদ্দিন, আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিল, পাকিস্তানের আন্তর্জাতিক মাস্টার মাহমুদ লোদী ও নেপালের নিরুলা ভূপেন্দ্রা।
অপরদিকে মহিলা বিভাগেও চতুর্থ রাউন্ডের খেলা শেষে বাংলাদেশের আন্তর্জাতিক মহিলা মাস্টার শামীমা আক্তার লিজা ও মহিলা ফিদে মাস্টার নাজরানা খান ইভা সাড়ে তিন পয়েন্ট করে নিয়ে যুগ্মভাবে পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছেন। আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ ও নেপালের জয়সুয়াল বিনা তিন পয়েন্ট করে নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন।
রোববার সকালে অনুষ্ঠিত চতুর্থ রাউন্ডের খেলায় ওপেন বিভাগে গ্র্যান্ড মাস্টার জিয়া গ্র্যান্ড মাস্টার এনামুলকে, মিনহাজ নেপালের রূপেস জয়সুয়ালকে, শাকিল নেপালের কৃষ্ণা মদন কায়স্থকে, লোদী নেপালের থিং বিবেককে, ভূপেন্দ্রা ফিদে মাস্টার দেবরাজ চ্যাটার্জীকে ও সোহেল চৌধুরী নেপালের শ্রেষ্ঠা জনার্দনকে পরাজিত করেন।
গ্র্যান্ড মাস্টার রাকিব গ্র্যান্ড মাস্টার নিয়াজের সাথে, ফিদে মাস্টার নাসির শ্রীলংকার আলাহাকুন আইসিরুর ও ফিদে মাস্টার খন্দকার আমিনুল ইসলাম নেপালের পোকরেল অনুপের সাথে ড্র করেন।
মহিলা বিভাগে লিজা মহিলা ফিদে মাস্টার শারমীন সুলতানা শিরিনকে, ইভা আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদকে, মাহমুদা হক চৌধুরী মলি নেপালের থিং সুপুচিকে পরাজিত করেন। জাকিয়া শ্রীলংকার আন্তর্জাতিক মহিলা মাস্টার রানাসিঙ্গেও সাথে ড্র করেন।
বাংলাদেশ সময়: ২২১০ ঘণ্টা, ২৯ মার্চ ২০১৫