ঢাকা, মঙ্গলবার, ২৮ শ্রাবণ ১৪৩২, ১২ আগস্ট ২০২৫, ১৭ সফর ১৪৪৭

খেলা

বিশ্ব চ্যাম্পিয়নদের সহজ জয়

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:০৫, মার্চ ৩০, ২০১৫
বিশ্ব চ্যাম্পিয়নদের সহজ জয় ছবি: সংগৃহীত

ঢাকা: ২০১৬ ইউরো বাছাইপর্বের ম্যাচে জর্জিয়াকে ২-০ গোলে হারিয়ে সরাসরি নকআউট পর্ব নিশ্চিত করলো জার্মানি। ‘ই’ গ্রুপের সবগুলো ম্যাচ শেষে পোল্যান্ডের পরেই জার্মানদের অবস্থান।

তবে, এ ম্যাচ ড্র করলে প্লে-অফের ধাক্কা সামলাতে হতো বিশ্ব চ্যাম্পিয়নদের। আর হেরে গেলে অঘটনের শিকার হয়ে বাছাই পর্ব থেকেই বাদ পড়তো জোয়াকিম লোর শিষ্যরা।

জর্জিয়ার বিপক্ষে পূর্ণ শক্তির দল নিয়েই মাঠে নামে জার্মানি। শুরু থেকেই চিরচেনা আক্রমনাত্বক ফুটবল উপহার দেয় মুলার-ওজিলরা। কিন্তু, স্বাগতিকদের ডিফেন্স ভাঙতে বারবার ব্যর্থ হয় শোয়েইনস্টেইগাররা। ৩৯ মিনিটে মারিও গোতজের অ্যাসিস্ট থেকে অপেক্ষার অবসান ঘটান মার্কো রিউস। ১-০ গোলের লিড নেয় জার্মানরা।

প্রথমার্ধ শেষ হওয়ার এক মিনিট আগে ব্যবধান দ্বিগুন করেন থমাস মুলার। মেসুথ ওজিলের দুর্দান্ত পাস থেকে জালের ডান কোনায় বল পাঠান বায়ার্ন মিউনিখের এই তারকা স্ট্রাইকার। পিছিয়ে পড়ে গুটিকয়েক সুযোগ পেলেও তা কাজে লাগাতে ব্যর্থ হয় জর্জিয়া।

দ্বিতীয়ার্ধের ৬০ মিনিটে রিউসের একটি শট গোলবারে না লাগলে ব্যবধান আরো বাড়াতে পারত জার্মানরা। এছাড়াও পুরো ম্যাচে গোলের কয়েকটি সুযোগ হাতছাড়া করেন ক্রুস-মুলাররা। তাই ২-০ গোলে জয়ের তৃপ্তি নিয়েই মাঠ ছাড়ে জার্মানি।

বাংলাদেশ সময়: ১১০৪ ঘন্টা, মার্চ ৩০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।