ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

গ্রুপ পর্বে শীর্ষ থেকে শেষ করলো পর্তুগাল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৪ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৫
গ্রুপ পর্বে শীর্ষ থেকে শেষ করলো পর্তুগাল

ঢাকা: ইউরো ২০১৬ বাছাই পর্বে সার্বিয়ার বিপক্ষে ২-১ গোলে জিতে গ্রুপ ‘আই’ থেকে শীর্ষ অবস্থান নিশ্চিত করলো পর্তুগাল। পর্তুগালের হয়ে জয় সূচক গোলটি করেন ফ্যাবিও কোয়েন্ত্রার।

বর্তমানে নিজেদের চার খেলায় তিনটিতে জিতে পয়েন্ট টেবিলের ওপরের দিকে অবস্থান করছে সেলেসাওরা।

এদিন খেলার প্রথমমেই অবশ্য লিড নেয় ক্রিস্টিয়ানো রোনালদোরা। খেলার ১০ মিনিটেই কোয়েন্ত্রার অ্যাসিস্টে দলের হয়ে গোল করেন রিকার্ডো কারভালহো। পরে ১-০ গোলের লিড নিয়েই বিরতিতে যায় পর্তুগাল।

বিরতি থেকে ফিরে আক্রমণে যায় সার্বিয়া। আর এই সুবাদে খেলার ৬১ মিনিটে নামানজা মাটিক দুর্দান্ত এক গোল করলো সমতা আনে সফরকারিরা।

তবে এ সমতা বেশিক্ষণ ধরে রাখতে পারেনি দলটি। দুই মিনিট পরেই জাও মোতিনহোর সহায়তায় অসাধারণ এক গোল করে দলের লিড ২-১ এ নিয়ে যান কোয়েন্ত্রা।

খেলার বাকি সময় আর কোন গোল না হলে শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছাড়ে ফার্নান্দো সান্তোসের শিষ্যরা।

বাংলাদেশ সময়: ১২৩৬ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।