ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

প্রীতি ম্যাচে ফ্রান্সের জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০১ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৫
প্রীতি ম্যাচে ফ্রান্সের জয় ছবি: সংগৃহীত

ঢাকা: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ডেনমার্কের বিপক্ষে ২-০ গোলের সহজ জয় পেয়েছে ফ্রান্স। দু’দিন আগেই ঘরের মাঠে ব্রাজিলের বিপক্ষে ৩-১ গোলে হারলেও এদিন দারুণ পারর্ফম করে জয় তুলে নেয় দিদিয়ের দেশাম্পের শিষ্যরা।



খেলার প্রথম থেকেই আক্রমণে যাওয় ফ্রান্স ম্যাচের ১৪ মিনিটেই লিড নেয়। ব্লুজদের হয়ে নিজের অভিষেক গোল করেন আলেকজেন্ডার লেকাজেড। নিজের দ্বিতীয় ম্যাচ খেলতে এসেই গোলের দেখা পেলেন তিনি। আর ১-০ গোলে এগিয়ে যায় দলটি।

পরে খেলার ৩৮ মিনিটে বিশ্বকাপের পর ফ্রান্সের হয়ে প্রথম গোল করেন অলিভার জিরুদ। জিওফরি কোনদোগবিয়ার অ্যাসিস্টে দুর্দান্ত এক গোল করে স্বাগতিকদের লিড দ্বিগুন করেন এ আর্সেনাল স্ট্রাইকার।

খেলার বাকি সময় আর কোন গোল না হলে শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে ১৯৯৮ বিশ্ব চ্যাম্পিয়নরা।

বাংলাদেশ সময়: ১২৫৮ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।