ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

খোদা বক্স মৃধার পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৯ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৫
খোদা বক্স মৃধার পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ

ঢাকা: জনপ্রিয় ক্রীড়া ধারাভাষ্যকার ও রাষ্ট্রবিজ্ঞানের প্রফেসর খোদা বক্স মৃধার পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ। ২০১০ সালের ৩০ মার্চ দেশের এই খ্যাতনামা ধারাভাষ্যকার  ইন্তেকাল করেন।



মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে মৃধার পরিবার তার আত্মার শন্তি কামনা করে সোমবার বাদ আসর রাজশাহীর পারিবারিক বাসভবনে ফাতেহা পাঠ ও দোয়া মাহফিলের আয়োজন করেছে।

খোদা বক্স মৃধা ১৯৪৫ সালের ২২ জানুয়ারী রাজশাহীর হেতেমখাঁতে জন্মগ্রহণ করেন। ১৯৭০ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত(প্রায় ৪০ বছর)বাংলাদেশ বেতার ও টেলিভিশনে ক্রীড়া ধারাভাষ্য দিয়ে ব্যাপক জনপ্রিয়তা পান।

বেতারের প্রথম শ্রেনীর সংবাদ পাঠক ও সংগীত শিল্পী ছিলেন তিনি। প্রথম শ্রেনীর ক্রিকেটার ও ক্রীড়া সংগঠক হিসেবেও তাঁর ব্যাপক খ্যাতি ছিল।  

বাংলাদেশ সময়: ১৫০০ ঘন্টা, মার্চ ৩০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।