ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

সাবিনা ঝড়েই বিধ্বস্ত প্রতিপক্ষ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৪ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৫
সাবিনা ঝড়েই বিধ্বস্ত প্রতিপক্ষ সাবিনা খাতুন

ঢাকা: বাংলাদেশের প্রথম নারী ফুটবলার হিসেবে বিদেশের মাটিতে খেলতে গিয়ে রীতিমত ঝড় তুলেছেন বাংলাদেশ মহিলা ফুটবল দলের সহ-অধিনায়ক সাবিনা খাতুন।

প্রতিটি ম্যাচেই সাবিনার গোলে ভেসে যাচ্ছে প্রতিপক্ষ ক্লাব।

মালদ্বীপস উইমেন্স ফুটসাল ফিয়েস্তা নামের নারী ফুটবল প্রতিযোগিতায় রোববার রাতে সাবিনার দল মালদ্বীপ পুলিশ ক্লাব নিজেদের তৃতীয় ম্যাচে ১৩-০ উড়িয়ে দিয়েছে প্রতিপক্ষ দল এম.আর.ডি.সি ক্লাবকে। সাবিনা একাই করেছেন তিনটি হ্যাটট্রিকসহ ১০ গোল।

প্রথম ম্যাচে ৪ গোল, দ্বিতীয় ম্যাচে ১৬ গোল আর রোবরার রাতে ক্লাব এম.আর.ডি.সির বিপক্ষে একাই করলেন ১০ গোল! তিন ম্যাচে সাবিনার মোট গোল ৩০!
 
বাংলাদেশের এই ফুটবলার ম্যাচের প্রথমার্ধে করেন ৭ গোল। আর দ্বিতীয়ার্ধে করেন ৩ গোল। আগামী ৩ এপ্রিল এই এম.আর.ডি.সি ক্লাবের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে মাঠে নামবে সাবিনারা।

বাংলাদেশ সময়: ১৫০৫ ঘন্টা, মার্চ ৩০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।