ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

'সেট পিসে গোল খাবো না': সোহেল রানা

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৮ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৫
'সেট পিসে গোল খাবো না': সোহেল রানা ছবি : শোয়ের মিথুন/বাংলানিউজটোয়েটিফোর.কম

ঢাকা: চলমান এএফসি অনূর্ধ্ব-২৩ চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বের 'ই' গ্রুপের টানা দুই ম্যাচে পরাজিত বাংলাদেশ। সিরিয়া আর উজবেকিস্তানের বিপক্ষে বাংলাদেশ হজম করেছে মোট ৮ গোল! তার মধ্যে ৬টি গোলই সেটি পিস থেকে খেয়েছে ক্রুইফের শিষ্যরা! নিজেদের শেষ ম্যাচে মঙ্গলবার বাংলাদেশের যুবারা মাঠে নামছে ভারতের বিপক্ষে।

কিন্তু এ ম্যাচে কি জয় পাবে বাংলাদেশ? ঘুরে ফিরে একই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সবার মনে।

গত ম্যাচে সিরিয়ার কাছে পরাজয়ের ফলে চ্যাম্পিয়নশিপের মূল পর্বে খেলার স্বপ্নের সলিল সমাধি হয়েছে স্বাগতিকদের। এখন সম্মান রক্ষার লড়াইয়ে একটি জয়ের জন্য ভারতের বিপক্ষে লড়বে বাংলাদেশ। এ উপলক্ষে ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের কোচ ও সহ অধিনায়ক জানালেন একটি জয়ের বিকল্প কিছুই ভাবছে না তারা। আর প্রতিপক্ষ যেহেতু ভারত একটি জয় তাদের প্রাপ্য!
  
এ সম্পর্কে বাংলাদেশ দলের হেড কোচ লোডভিক ডি ক্রুইফ বলেন, 'টানা দুই ম্যাচে পরাজিত আমরা। প্রতিটি ম্যাচেই অত্যন্ত বাজে ফলাফল আমাদের। তবে ভুলে গেলে হবে না সিরিয়া ও উজবেকিস্তানের মতো দল শক্তিশালী প্রতিপক্ষ। এখন শেষ ম্যাচে ভারতের বিপেক্ষ অবশ্যই আমাদের ভালো খেলতে হবে। '

তিনি আরো বলেন, 'শক্তির বিচারে ভারত আমাদের সমসমান। গত ম্যাচে লাল কার্ড দেখার ফলে ভারতের বিপক্ষে ম্যাচে রায়হানকে(অধিনায়ক)পাচ্ছি না। তবে চোট সমস্যা থাকার পরেও হয়তো হেমন্ত ভিনসেন্ট ম্যাচে অংশ নিচ্ছে। সবঠিক থাকলে ভালো ফলাফল অর্জন সম্ভব হবে। '

উল্লেখ্য, সেট পিস থেকে গোল খাওয়া বাংলাদেশ ফুটবল দলের পুরানো সমস্যাগুলোর মধ্যে অন্যতম! টুর্নামেন্টের আগে একজন জার্মান গোলরক্ষক কোচকে আনা হলেও কর্নার, ফি কিক আর দূরপাল্লার শট থেকে বাংলাদেশ দলের গোল খাওয়া থেকে বিরত রাখা যায়নি।

তাই গণমাধ্যম কর্মীদের প্রশ্ন ছিল, 'সেট পিস ক্যান্সার' থেকে গোল খাওয়ার কবে শেষ হবে বাংলাদেশের? কিন্তু প্রশ্নটি মনপুত না হওয়ার ফলে উত্তর দেয়নি কোচ ক্রুইফ।
 
বাংলাদেশ দলের সহ-অধিনায়ক সোহেল রানা জানালেন, 'গত দুই ম্যাচে আমাদের প্রতিপক্ষ ছিল খুবই শক্তিশালী। তবে সে তুলনায় ভারত অনেক সহজ প্রতিপক্ষ। এবার আমরা সেট পিস থেকে গোল খাবো না। একটি জয়ের জন্য যা যা দরকার সবই করবো। '

আর ভারতের কোচ স্যাভিওর কণ্ঠে থাকল চ্যালেঞ্জের সুর। বাংলাদেশের বিপক্ষে ম্যাচে জয় চায় তারাও। তিনি বলেন, 'গত দুই ম্যাচে আমরা পরাজিত হয়েছি। এ ম্যাচে বাংলাদেশের বিপক্ষে জয় চাই। বাংলাদেশ দলটি অত্যন্ত কর্মঠ। ওদের দলে বেশ কিছু ভালো খেলোয়াড় রয়েছে। তবে আমরা জয়ের বিকল্প অন্য কিছু ভাবছিনা। '

মঙ্গলবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৬টায়।

বাংলাদেশ সময়: ১৫৫৮ ঘন্টা, মার্চ ৩০, ২০১৫  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।