ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

আর্জেন্টিনা-সালভাদোর ম্যাচে ভুল জাতীয় সংগীত

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৯ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৫
আর্জেন্টিনা-সালভাদোর ম্যাচে ভুল জাতীয় সংগীত

ঢাকা: আর্জেন্টিনার বিপক্ষে ২-০ গোলে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে হেরেছে এল সালভাদোর। তবে, জয়-পরাজয় নিয়ে যতটা না আলোচনা তার থেকে বেশি আলোচনা হচ্ছে ম্যাচের আগে পরিবেশন করা এল সালভাদোরের জাতীয় সংগীত নিয়ে।



স্টেডিয়ামে দুই দল ম্যাচের আগে নিজ নিজ দেশের জাতীয় সংগীত গাওয়ার জন্য দর্শকদের সামনে উপস্থিত হন। তবে, এল সালভাদোরের খেলোয়াড়দের জন্য যখন লাউডস্পিকারে তাদের দেশের জাতীয় সংগীত বাজানো হয়, সেটি তাদের দেশের জাতীয় সংগীত ছিল না।

জাতীয় সংগীত বাজানোর আগে এল সালভাদোরের ফুটবলাররা নিজেদের বুকে হাত দিয়ে প্রস্তুত হয়েছিলেন। কিন্তু ভুল জাতীয় সংগীত বাজানোর কারণে এ সময় তারা একে অপরের দিকে তাকান। এরপর তারা বুক থেকে হাত সরিয়ে নেন।

মাঠে উপস্থিত দর্শকরা এ সময় ম্যাচ পরিচালনা কমিটিকে ধিক্কার জানাতে থাকেন। তবে, পরে ম্যাচ কমিটি জানান, কোনো দেশকে খাটো করে ইচ্ছাকৃত ভাবে তারা এ ভুল করেননি।

বাংলাদেশ সময়: ১৬২৮ ঘণ্টা, ৩০ মার্চ ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।