ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

কে হচ্ছে 'ই' গ্রুপ চ্যাম্পিয়ন?

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৯ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৫
কে হচ্ছে 'ই' গ্রুপ চ্যাম্পিয়ন? ছবি: শোয়েব মিথুন/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: চলমান এএফসি অনূর্ধ্ব-২৩ চ্যাম্পিয়নশিপ শুরুর আগে কাগজ-কলমে এগিয়ে ছিল উজবেকিস্তান দলটি। কারণ ফিফা র‍্যাঙ্কিংয়ের দলটি টুর্নামেন্টে সবার শীর্ষে অবস্থান করছে।

কিন্তু যুদ্ধ-বিধ্বস্ত সিরিয়ান যুবারা সবাইকে চমকে দিয়ে দুই ম্যাচে পূর্ন ৬ পয়েন্ট নিয়ে সমান অবস্থানে রয়েছে উজবেকদের।

দুই ম্যাচে তাদের গোল ৮টি। যা কিনা ফেবারিট উজবেকিস্তানের থেকে দুটি বেশী। তবে মধ্যপ্রাচের দলটি খানিকটা এগিয়ে ছিল উজবেকিস্তানের থেকে। এ আসরে সিরিয়ার প্রথম দুটি ম্যাচই ছিল সন্ধ্যা ৬টায়। যার ফলে আবহাওয়া জনিত সৃষ্ট সমস্যা মোকাবেলা করতে হয়নি তাদের। তবে নিজেদের শেষ ম্যাচে মঙ্গলবার দুটি দলই মাঠে নামবে বেলা ৩টায়। এখন দেখার বিষয় মঙ্গলবার এই আবহাওয়াকে বশে এনে কে হবে 'ই' গ্রুপ চ্যাম্পিয়ন।

ম্যাচ পূর্ব এক সংবাদ সম্মেলনে সিরিয়া দলের কোচ মোহান্নাত আল ফকির বলেন, 'ছেলেরা প্রথম দুটি ম্যাচে ভালো খেলেছে। প্রতিটি ম্যাচেই ৪টি করে মোট ৮ গোল তুলে নিয়েছে। তবে উজবেকিস্তান শক্তিশালী প্রতিপক্ষ। আমরা দলটি সম্পর্কে বেশ ভালো ভাবেই জানি। ম্যাচে প্রতিপক্ষের থেকে টেকনিক ও স্কিলের দিক দিয়ে বেশ এগিয়ে আছি আমরা। '

তিনি আরও বলেন, 'যেহেতু এ ম্যাচে জয়-পরাজয়ের উপর আমাদের চূড়ান্ত পর্বের খেলা নির্ভর করছে, তাই জয়ই চাই। কোন ভাবেই ড্র এর কথা ভাবছি না। তবে ম্যাচের গতিপথ যদি পাল্টে যায় তখন হয়তো এ মনোভাবের পরিবর্তন হতে পারে। '

সংবাদ সম্মেলনে উপস্থিত উজবেকিস্তানের সহকারী কোচ অ্যালেক্সও লড়াইয়ের আভাস দিয়ে রাখলেন। তিনি বলেন, 'ম্যাচটি খুবই গুরুত্বপূর্ন আমাদের জন্য। তাই সে ভাবেই প্রস্তুত হচ্ছি আমরা। এ ম্যাচে অবশ্যই আমরা জয় চাই। '
    
এখন দেখার বিষয় শেষ পর্যন্ত এই ম্যাচে কে হাসকে শেষ হাসি? শক্তিশালী উজবেকিস্তান নাকি আসরের সেরা চমক সিরিয়া।

বাংলাদেশ সময়: ১৭০১ ঘণ্টা, ৩০ মার্চ ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।