ঢাকা, মঙ্গলবার, ২৮ শ্রাবণ ১৪৩২, ১২ আগস্ট ২০২৫, ১৭ সফর ১৪৪৭

খেলা

আইসিসি’র গোমর ফাঁস করবেন মুস্তফা কামাল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:১০, মার্চ ৩০, ২০১৫
আইসিসি’র গোমর ফাঁস করবেন মুস্তফা কামাল

ঢাকা: বুধবার(১ এপ্রিল) মালয়েশিয়া এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দেশে ফিরবেন আইসিসি সভাপতি আ হ ম মুস্তফা কামাল। সকাল সাড়ে ১১টায় দেশে ফিরেই হযরত শাহজালাল বিমান বন্দরেই  সাংবাদিক সম্মেলন করবেন তিনি।

সেই দিনই সাংবাদিকের কাছে পরিষ্কার করবেন, তিনি আইসিসি সভাপতি পদে থাকবেন কি থাকবেন না।

ওইদিন ক্রিকেটের আন্তর্জাতিক সংস্থাটির কার্যক্রমের গোমর ফ‍াঁস করবেন বলেও ঘোষণা দিয়েছেন তিনি।

এছাড়া বাংলাদেশ-ভারতের মধ্যকার বিতর্কিত কোয়ার্টার ফাইনাল খেলার বিষয়েও দেশের সংবাদমাধ্যমগুলোর সামনে কথা বলবেন আইসিসি প্রেসিডেন্ট ও বাংলাদেশ সরকারের পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

আইসিসি সভাপতির সঙ্গে ঘনিষ্ঠ একটি সূত্র জানায়, এরই মধ্যে আইসিসি’র সব ধরনের সুযোগ সুবিধা নেওয়া বন্ধ করে দিয়েছেন তিনি। দেশে ফেরার ফ্লাইট টিকেটও তিনি নিজেই কিনেছেন।  

এ ছাড়াও অস্ট্রেলিয়াতেও তিনি আইসিসি’র কোনো সুযোগ সুবিধা নিচ্ছেন না।

সূত্রটি বাংলানিউজকে জানায়, আইসিসি’র সভাপতি হিসেবে তিনি যে গাড়িটি সেটি ব্যবহার করছিলেন সেটিও ব্যবহার বন্ধ করে দিয়েছেন। রোববার মেলবোর্নে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের ফাইনাল ম্যাচ শেষ হওয়ার পর তিনি পায়ে
হেঁটেই মাঠ থেকে বের হয়ে যান।

মেলবোর্নের যে হোটেলে অবস্থান করছেন তার খরচও নিজেই বহন করছেন।

এবারের বিশ্বকাপে বাংলাদেশ দল কোয়ার্টার ফাইনালে ভারতের বিরুদ্ধে ভুল ও খামখেয়ালি আম্পায়‍ারিংয়ের শিকার হয়। ওই ম্যাচের পর আইসিসি প্রেসিডেন্ট হিসেবে নিজেকে লজ্জিত বলে উল্লেখ করেন এবং এটি ইন্টারন্যাশনাল নয়, ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল বলেও মন্তব্য করেন।

এর পর থেকেই বিষয়টি নিয়ে ব্যাপক বিতর্ক ওঠে। সবশেষে বিশ্বকাপ ফাইনালে বিজয়ীদের হাতে আইসিসি প্রেসিডেন্ট হিসেবে আ হ ম মুস্তফা কামালের ট্রফি তুলে দেওয়ার কথা থাকলেও তা থেকে সম্ভব হয়নি। সংস্থাটির সাংবিধানিক নিয়ম ভেঙ্গে এই ট্রফি তুলে দেন আইসিসি’র চেয়ারম্যান নারায়ণস্বামী শ্রীনিবাসন।

বিতর্কের শুরু থেকেই জোর গুঞ্জন রয়েছে, আইসিসি’র প্রেসিডেন্ট পদ থেকে সরে দাঁড়াচ্ছেন আ হ ম ম‍ুস্তফা কামাল।

এরই মধ্যে ব্রিটেনের দ্য গার্ডিয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেন, ট্রফি বিজয়ীর হাতে তুলে দেওয়া আইসিসি’র প্রেসিডেন্টের সাংবিধানিক অধিকার। যা করতে দেওয়া হয়নি।

দেশে ফিরে এই আন্তর্জাতিক ক্রিকেট মোড়লদের সকল অব্যবস্থাপনা ফাঁস করে দেবেন বলেও দ্য গার্ডিয়ানকে বলেন মুস্তফা কামাল।  

বাংলাদেশ সময় ১৮০৮ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।