ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

স্বাধীনতা দিবস হ্যান্ডবল প্রতিযোগিতা

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৬ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৫
স্বাধীনতা দিবস হ্যান্ডবল প্রতিযোগিতা

ঢাকা: বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের ব্যবস্থাপনায় রোববার থেকে শুরু হয় ‘স্বাধীনতা কাপ হ্যান্ডবল প্রতিযোগিতা (পুরুষ ও মহিলা)-২০১৫’। সোমবার আসরের দ্বিতীয় দিন শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে দুপুর ১২টা ৩০ মিনিটে অনুষ্ঠিত খেলায় বাংলাদেশ আনসার ৩৯-১৫ গোলে কোয়ান্টাম স্পোর্টিয়ামকে পরাজিত করে।



বিজয়ীদল প্রথমার্ধে ২০-৭ গোলে এগিয়ে ছিল। বাংলাদেশ আনসারের পক্ষে জাবির ও রফিকুল যথাক্রমে ৭টি করে গোল করেন এবং কোয়ান্টাম স্পোর্টিয়ামের পক্ষে হাসান ৭টি গোল করেন।

দুপুর ৩টা ৩০ মিনিটে অনুষ্ঠিত খেলায় বর্ডার গার্ড বাংলাদেশ ৩৪-২১ গোলে বাংলাদেশ পুলিশকে পরাজিত করে। বিজয়ীদল প্রথমার্ধে ১৯-১১ গোলে এগিয়ে ছিল। বর্ডার গার্ড বাংলাদেশ পক্ষে কামরুল ইসলাম ৯টি ও ইমদাদুল হক ৫টি গোল এবং বাংলাদেশ পুলিশের পক্ষে মাহবুবুল আলম ও কাদের যথাক্রমে ৫টি করে গোল করেন।

দুপুর ২টায় অনুষ্ঠিত খেলায় বাংলাদেশ আনসার ২৪-১০ গোলে বাংলাদেশ পুলিশকে পরাজিত করে। বিজয়ীদল প্রথমার্ধে ১৭-৬ গোলে এগিয়ে ছিল। বাংলাদেশ আনসারের পক্ষে ইসমত আরা নিশি ১০টি গোল এবং বাংলাদেশ পুলিশের পক্ষে জরিনা আক্তার এ্যানি ৫টি গোল করেন।

প্রতিযোগিতার ফাইনাল খেলাটি ১ এপ্রিল অনুষ্ঠিত হবে। মহিলা বিভাগের ফাইনালে ১ এপ্রিল দুপুর ২টায়  বাংলাদেশ আনসার বনাম বাংলাদেশ পুলিশের মধ্যে এবং পুরুষ বিভাগের ফাইনাল খেলাটি ১ এপ্রিল দুপুর ৩টা ৩০মিনিটে বর্ডার গার্ড বাংলাদেশ বনাম বাংলাদেশ পুলিশের মধ্যে শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, ৩০ মার্চ ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।