ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

স্বাধীনতা দিবস কারাতে প্রতিযোগিতা শুরু

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৮ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৫
স্বাধীনতা দিবস কারাতে প্রতিযোগিতা শুরু

ঢাকা: মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশ কারাতে ফেডারেশনের ব্যবস্থাপনায় সোমবার থেকে শুরু হয়েছে দুই দিন ব্যাপি “স্বাধীনতা দিবস কারাতে প্রতিযোগিতা-২০১৫”।

সোমবার সকালে জাতীয় ক্রীড়া পরিষদের জিমনেশিয়ামে প্রধান অতিথি হয়ে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক শ্রী নারায়ন চন্দ্র দেবনাথ।



এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ক্রীড়া পরিষদের সহকারী পরিচালক (ক্রীড়া) সৈয়দা তাসলিমা আক্তার ও এনএসসি কমকর্তা শামীমা আক্তার। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ফেডারেশনের সভাপতি মোখলেছুর রহমান, বিপিএম। আরো উপস্থিত ছিলেন ফেডারেশনের সাধারণ সম্পাদক শেখ আলী আহসান বাদলসহ অন্যান্যরা।

প্রতিযোগিতার প্রথম দিনে ক্যাডেট শ্রেনী বালক ১৪-১৬ বছর একক কাতায় স্বর্ণ পেয়েছেন বাংলাদেশ সিতো: কা: ইউ এর নাইমুল ইসলাম। রৌপ্য পেয়েছেন বিকেএসপি’র হাসিবুল ইসলাম। ব্রোঞ্জ পেয়েছেন এসো: অফ সোত: বাংলাদেশ এর রিদুয়ান রাফি।

ক্যাডেট বালিকা ১৪-১৬ বছর উন্মুক্ত ফাইটিংয়ে স্বর্ণ পেয়েছেন জে.কে.এফ গোজকাই বাংলাদেশ এর রাবেয়া সুলতানা। রৌপ্য পেয়েছেন মিরপুর কা: দো: এসো: এর মুনিয়া ইরিন শিমু। আর ব্রোঞ্জ পেয়েছেন পার্বত্য চট্টগ্রাম আ: ক্রীড়া স: এর জসি চাকমা।

ক্যাডেট বালক ১৪-১৬ বছর মাইনাস ৪ কেজি ওজন শ্রেনীতে স্বর্ণ পেয়েছেন বিকেএসপির সাখাওয়াত হোসেন। রৌপ্য পেয়েছেন এএসকেবি দলের তাইম হাওলাদার। বোঞ্জ পেয়েছেন সেনসি নিউটন কারাতে দলের মেহেদী হাসান।

এছাড়া জুনিয়র পুরুষ ১৬-১৮ বছর উন্মুক্ত ক্যাটাগরিতে স্বর্ণ জিতেছেন বিকেএসপির আশিকুর রহমান। রৌপ্য পেয়েছেন বিএসকে ইউ: এর নুরুল তাওসিক।

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, ৩০ মার্চ ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।