ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

ওয়ালটন কাবাডি চ্যাম্পিয়ন নৌবাহিনী

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৮ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৫
ওয়ালটন কাবাডি চ্যাম্পিয়ন নৌবাহিনী ছবি : শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: দেশের স্বনামধন্য ব্র্যান্ড ওয়ালটন ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় পৃষ্ঠপোষকতায় এবং বাংলাদেশ কাবাডি ফেডারেশনের ব্যবস্থাপনায় 'ওয়ালটন ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস কাবাডি প্রতিযোগিতা ২০১৫'-এ চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ নৌবাহিনী।

সোমবার কাবাডি স্টেডিয়ামে বিকাল ৪ টায় অনুষ্ঠিত প্রতিযোগিতার ফাইনালে ১ টি লোনাসহ ২৫-২৩ পয়েন্টে বাংলাদেশ সেনাবাহিনীকে পরাজিত করে নৌবাহিনী।



ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ালটন গ্রুপের ফার্স্ট সিনিয়র এডিশনাল ডিরেক্টর এফ এম ইকবাল বিন আনোয়ার (ডন) এবং বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সহ-সভাপতি ও টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান মো. নিজাম উদ্দিন চৌধুরী পারভেজ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল ও বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সভাপতি এ কে এম শহীদুল হক। খেলা শেষে তিনি বিজয়ী ও বিজিত দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন।  

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, ৩০ মার্চ ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।