ঢাকা, মঙ্গলবার, ২৮ শ্রাবণ ১৪৩২, ১২ আগস্ট ২০২৫, ১৭ সফর ১৪৪৭

খেলা

ওয়াটার পোলোতে চ্যাম্পিয়ন সেনাবাহিনী

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৫০, মার্চ ৩০, ২০১৫
ওয়াটার পোলোতে চ্যাম্পিয়ন সেনাবাহিনী ছবি: সংগৃহীত

ঢাকা: বাংলাদেশ সুইমিং ফেডারেশনের ব্যবস্থাপনায় মহান স্বাধীনতা দিবস উপলক্ষে “স্বাধীনতা দিবস ওয়াটার পোলো প্রতিযোগিতা” সোমবার মিরপুরস্থ সৈয়দ নজরুল ইসলাম জাতীয় সুইমিং কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতায় সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী ও পুলিশ ওয়াটার পোলো দল অংশগ্রহণ করে।

এ আসরে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ সেনাবাহিনী।

খেলায় বাংলাদেশ সেনাবাহিনী ৩-১ গোলে বাংলাদেশ নৌবাহিনীকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। এর আগে বাংলাদেশ পুলিশ ৪-০ গোলে বাংলাদেশ বিমান বাহিনীকে পরাজিত করে ৩য় স্থান অর্জন করে।

বাংলাদেশ সুইমিং ফেডারেশনের মাননীয় সভাপতি ও নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল এম ফরিদ হাবিব, এনবিপি, এনডিসি, পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চূড়ান্ত পর্বের খেলা উপভোগ করেন এবং প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। চ্যাম্পিয়ন, রানার আপ এবং ৩য় স্থান অর্জনকারী দলসমূহকে ট্রফি এবং খেলোয়াড়দের মাঝে মেডেল বিতরণ করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ক্রীড়া পরিষদের সচিব জনাব শিবনাথ রায় এবং বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের উপ মহাসচিব জনাব আশিকুর রহমান মিকু।

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, ৩০ মার্চ ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।