ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

জিয়া-লিজা-ইভা শীর্ষে

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১০ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৫
জিয়া-লিজা-ইভা শীর্ষে

ঢাকা: বাংলাদেশ দাবা দল নেপালের কাঠমান্ডুতে অনুষ্ঠানরত বিশ্বকাপ দাবা ও বিশ্ব মহিলা দাবা চ্যাম্পিয়নশিপের কোয়লিফায়িং এশিয়ান জোনাল (জোন ৩.২) দাবায় পঞ্চম রাউন্ডের খেলা শেষে ওপেন ও মহিলা উভয় বিভাগেই শীর্ষস্থান ধরে রেখেছে।

ওপেন বিভাগের পঞ্চম রাউন্ড শেষে গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান সাড়ে চার পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় শীর্ষে আছেন।

চার পয়েন্ট নিয়ে গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ ও নেপালের নিরুলা ভূপেন্দ্রা দ্বিতীয় স্থানে। সাড়ে তিন পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে গ্র্যান্ডমাস্টার আব্দুল্লাহ আল রাকিব, গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন, আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিল, ফিদেমাস্টার সেখ নাসির আহমেদ, পাকিস্তানের আন্তর্জাতিক মাস্টার মাহমুদ লোদী ও নেপালের রাজভান্ডারী রিজেন্দ্রা।

মহিলা বিভাগেও পঞ্চম রাউন্ডের খেলা শেষে বাংলাদেশের আন্তর্জাতিক মহিলা মাস্টার শামীমা আক্তার লিজা ও ফিদেমাস্টার নাজরানা খান ইভা সাড়ে চার পয়েন্ট নিয়ে যুগ্মভাবে পয়েন্ট তালিকায় শীর্ষে।

তিন পয়েন্ট পেয়েছেন আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ, ফিদেমাস্টার শারমীন সুলতানা শিরিন, ফিদেমাস্টার জাকিয়া সুলতানা, শ্রীলঙ্কার রানাসিংঙ্গে ও নেপালের জয়সুয়াল বিনা।

পঞ্চম রাউন্ডের খেলায় জিয়া রাকিবকে, ভূপেন্দ্রা আন্তর্জাতিক মাস্টার মিনহাজউদ্দিনকে, নাসির ফিদেমাস্টার দেবরাজ চ্যাটার্জীকে ও সোহেল শ্রীলঙ্কার কুরুকুলসুরিয়া প্রসন্নকে হারান। নিয়াজ এনামুলের সঙ্গে, শাকিল মাহমুদ লোদীর সঙ্গে ও আমিন নেপালের ধরম লামা বাহাদুরের সঙ্গে ড্র করেন।

মহিলা বিভাগে লিজা রানী হামিদকে, ইভা বিনাকে ও শিরিন পাকিস্তানের ওয়াসিফ জেনোবিয়াকে হারান। মাহমুদা হক চৌধুরী মলি শ্রীলঙ্কার আন্তর্জাতিক মহিলা মাস্টার রানাসিংঙ্গের সঙ্গে এবং জাকিয়া নেপালের মোনালিসার সঙ্গে ড্র করেন।

বাংলাদেশ সময়: ২০১১ ঘণ্টা, ৩০ মার্চ ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।