ঢাকা: আগামীকাল যুক্তরাষ্ট্রে ইকুয়েডরের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে নামছে আর্জেন্টিনা। তবে এ ম্যাচেও অনিশ্চিত নিয়মিত অধিনায়ক লিওনেল মেসি।
ওয়াশিংটনে সে ম্যাচ জয়ের পর আর্জেন্টাইন কোচ জেরার্ডো মার্টিনো জানিয়েছিলেন, ২৭ বছরের বার্সা তারকাকে খেলিয়ে ঝুঁকি নিতে চাননি তিনি।
মার্টিনো বলেছিলেন, ‘অনুশীলনের দিন সে ডান পাঁয়ের সমস্যার কারণে ছিল না। আমরা সবাই জানি সমর্থকরা তার খেলা দেখতে উৎগ্রীব হয়ে আছে। তবে সে সত্যিই অপারগ ছিল। ’
তিনি আরো বলেছিলেন, ‘মেসি সব সময় চেষ্টা করে খেলতে। আমরা সবাই শেষ মিনিট পর্যন্ত তার সুস্থতার অপেক্ষায় আছি। তবে আমরা ঝঁকি নেব না। যদি সে পুরোপুরি ফিট না হয় তাহলে তাকে মাঠে দেখা যাবে না।
বাংলাদেশ সময়: ১৩৫১ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৫