ঢাকা: যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে ইকুয়েডরের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি খেলতে মাঠে নামছে আর্জেন্টিনা। তবে পাঁয়ের ইনজুরির কারণে এ ম্যাচ খেলা নিয়ে অনিশ্চয়তার মধ্যে আছেন নিয়মিত অধিনায় লিওনেল মেসি।
চারবারের ব্যালন ডি’অর জয়ী গত শনিবার এল সালভাদরের বিপক্ষে আর্জেন্টিনার ২-০ গোলের জয়ের ম্যাচে ছিলেন না। ওয়াশিংটনের সে ম্যাচে আগে থেকেই সন্দিহানে থাকা মেসিকে নামিয়ে ঝুঁকি নিতে চাননি দলের কোচ জেরার্ডো মার্টিনো।
সে ম্যাচে সালভাদরের নেস্তারো রেন্ডারোস আত্মঘাতী গোল করলে আর্জেন্টিনা প্রথমেই এগিয়ে যায়। পরে অভিষেক ম্যাচ খেলতে নামা ফেড্রিকো মানচুয়েলো গোল করলে জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে ব্রাজিল বিশ্বকাপের ফাইনালিস্টরা। তাই ইকুয়েডরের বিপক্ষে ম্যাচে ফুরফুরে মেজাজ নিয়েই মাঠে নামবে মার্টিনোর শিষ্যরা।
এদিকে লস অ্যাঞ্জেলসে নিজেদের সর্বশেষ ম্যাচে মেক্সিকোর বিপক্ষে ১-০ গোলে হেরে ব্যাকফুটে রয়েছে ইকুয়েডর। তবে সে ম্যাচে খেলার ১৭ মিনিটে মিলার বোলানোস যদি পেনাল্টি মিস না করতেন তাহলে হয় সমতা নিয়েই মাঠ ছাড়তো দলটি।
মেক্সিকোর বিপক্ষে সে ম্যাচে ইকুয়েডরের কোচের দায়িত্ব পালন করেন আর্জেন্টিনায় জন্ম নেয়া গুস্তাভো কুইন্তেরোস। এটি ছিল দলটির হয়ে তার প্রথম ম্যাচ। তাকে মূলত নেয়া হয়েছে কোপা আমেরিকা ও বিশ্বকাপের বাছাই পর্বে ভালো করার জন্য। আর্জেন্টিনার বিপক্ষে ভালো খেলার ব্যাপারে আশাবাদী তিনি।
এদিকে এ ম্যাচে মাঠে নামার আগে আর্জেন্টিনা নিজেদের সর্বশেষ পাঁচ ম্যাচে তিনটিতে জয় পেয়েছে, হেরেছে দুটিতে। আর ইকুয়েডর নিজেদের পাঁচ খেলার দুটিতে জয়ের পাশাপাশি হেরেছে সমান ম্যাচে, একটি ম্যাচ ড্র।
তবে আর্জেন্টিনা ও ইকুয়েডর সর্বশেষ পাঁচবারের মুখোমুখি লড়াইয়ে সমান একটি করে ম্যাচ জিতেছে। তিনটি ম্যাচ ড্র হয়েছে। ২০১৩ সালের নভেম্বরে দু’দলের সর্বশেষ সাক্ষাতের ম্যাচটি গোলশুন্য ড্র হয়েছিল।
আগামীকাল বাংলাদেশ সময় ভোর সাড়ে পাঁচটা খেলাটি সরাসরি দেখা যাবে টেলিভিশনের পর্দায়।
বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৫