ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

কারাতে চ্যাম্পিয়ন সেনাবাহিনী

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩২ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৫
কারাতে চ্যাম্পিয়ন সেনাবাহিনী ছবি: সংগৃহীত

ঢাকা: বাংলাদেশ কারাতে ফেডারেশনের  ব্যবস্থাপনায় আয়োজিত দুই দিন ব্যাপি ‘স্বাধীনতা দিবস কারাতে প্রতিযোগিতা-২০১৫’তে   সিনিয়র বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। রানার্সআপ হয়েছে বিজিবি।



এদিকে, জুনিয়র বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ সিতোরিউ কারাতে দ্য ইউনিয়ন। আর  রানার্সআপ হয়েছে বিকেএসপি।  

জাতীয় ক্রীড়া পরিষদের জিমন্যাসিয়ামে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ফেডারেশনের সভাপতি  ও র‌্যাবের সাবেক মহাপরিচালক মোখলেছুর রহমান, বিপিএম। এসময় উপস্থিত ছিলেন ফেডারেশনের সাধারণ সম্পাদক শেখ আলী আহসান বাদল ও সহ-সভাপতি সাইফুল ইসলাম জানুসহ অন্যান্যরা।

এবারের প্রতিযোগিতায় দেশের বিভিন্ন স্থানের ক্লাব, সংস্থা ও সার্ভিসেস দল থেকে ৩০টি ক্যাটাগরীতে মোট ২৫০জন খেলোয়াড় অংশ গ্রহন করেন।  

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘন্টা, ৩১ মার্চ ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।