ঢাকা: বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মঙ্গলবার 'ই' গ্রুপের দুই দলের শেষ ম্যাচে সিরিয়ান যুবারা ২-১ গোলে উজবেকদের হারিয়ে অপরাজিত থেকেই গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ম্যাচে সিরিয়ার হয়ে জোড়া গোল করেন সিরিয়ান মিডফিল্ডার ওমর খারবিন।
চলমান এএফসি অনূর্ধ্ব-২৩ চ্যাম্পিয়নশিপ শুরুর আগে কাগজ-কলমে এগিয়ে ছিল উজবেকিস্তান দলটি। কারণ ফিফা র্যাঙ্কিংয়ের দলটি টুর্নামেন্টে সবার শীর্ষে অবস্থান করছে। যুদ্ধ-বিধ্বস্ত সিরিয়ান যুবারা সবাইকে চমকে দিয়ে দুই ম্যাচে পূর্ন ৬ পয়েন্ট নিয়ে সমান অবস্থানে ছিল উজবেকদের।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই উজবেক শিবিরে প্রচন্ড চাপ সৃষ্টি করেই খেলতে থাকে সিরিয়া। প্রথমার্ধে দুই গোলে এগিয়ে যায় দলটি। ২৮ মিনিটে সিরিয়ার ফরোয়ার্ড মাহমুদ আলমাওয়াসের ক্রসে হেড করেন আল বাহের। কিন্তু তার হেড উজবেক গোলরক্ষকের হাতে লেগে ফিরে আসে। ফিরতি বলে গোল করেন সিরিয়ান মিডফিল্ডার ওমর খারবিন।
আর প্রথমার্ধের ইনজুরি টাইমে সিরিয়ান ফরোয়ার্ড মাহমুদ আল বাহের বল নিয়ে ঢুকে পড়েন প্রতিপক্ষের বক্সে। তাকে নিজেদের বক্সে অবৈধভাবে বাধা দেন উজবেক ডিফেন্ডার সারদর রাখমানব। রেফারি হলুদ কার্ড প্রদর্শণ করেন এবং পেনাল্টির নির্দেশ দেন। পেনাল্টি থেকে গোল করেন মিডফিল্ডার ওমর খারবিন। ফলে ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় সিরিয়া।
প্রথমার্ধে পিছিয়ে পরেও দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরার চেষ্টা করে হোয়াইট উলভস খ্যাত উজবেকিস্তান ফুটবল দলটি।
৫৭ মিনিটে উজবেক মিডফিল্ডার আব্বুসবেক মাখসতালিভ গোল করে ব্যবধান কিছুটা কমান (২-১)। তবে নির্ধারিত সময় শেষে আর কোন গোল না হলে ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে সিরিয়া।
এর ফলে ২০১৬ সালে কাতারে অনুষ্ঠিত এএফসি অনূর্ধ্ব-২৩ চ্যাম্পিয়নশিপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করলো সিরিয়া অনূর্ধ্ব-২৩ ফুটবল দলটি। আর যদি ভাগ্য সহায় থাকে তাহলে, ১০ গ্রুপের সেরা পাঁচ রানার্সআপ হিসেবে মূলপর্বে অংশ নিতে পারবে উজবেকিস্তান অনূর্ধ্ব-২৩ ফুটবল দল।
বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, ৩১ মার্চ ২০১৫