ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

কুস্তিতে চ্যাম্পিয়ন বিজিবি ও আনসার

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৫ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৫
কুস্তিতে চ্যাম্পিয়ন বিজিবি ও আনসার ছবি: সংগৃহীত

ঢাকা: মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে বাংলাদেশ এ্যামেচার রেসলিং ফেডারেশনের ব্যবস্থাপনায় আয়োজিত ‘স্বাধীনতা দিবস উন্মুক্ত কুস্তি প্রতিযোগিতা-২০১৫’তে চ্যাম্পিয়ন হয়েছে বিজিবি ও আনসার।

পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দল ৫টি স্বর্ণ, ২টি রৌপ্য ও ১টি ব্রোঞ্জসহ মোট ৮টি পদক পেয়েছে।

রানার্সআপ হয়েছে বাংলাদেশ আনসার। তারা পেয়েছে ৩টি স্বর্ণ, ২টি রৌপ্য ও ২টি ব্রোঞ্জসহ মোট ৭টি পদক। তৃতীয় স্থান অধিকারী বাংলাদেশ সেনাবাহিনী পেয়েছে ৪টি রৌপ্য ও ৩টি ব্রোঞ্জসহ মোট ৭টি পদক।
 
এদিকে, মহিলা বিভাগে চ্যাম্পিয়ন বাংলাদেশ আনসার ৬টি স্বর্ণ ও ২টি রৌপ্যসহ মোট ৮টি পদক পেয়েছে। রানার্স আপ বাংলাদেশ পুলিশ ২টি স্বর্ণ ও ৬ টি রৌপ্যসহ মোট ৮টি পদক পেয়েছে।
 
পল্টন কাবাডি স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বিশিষ্ট ক্রীড়া  সংগঠক মোজাফফর হোসেন পল্টু।   এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ এ্যামেচার রেসলিং ফেডারেশনের সাধারণ সম্পাদক তাবিউর রহমান পালোয়ান ও যুগ্ম সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন আজাদসহ অন্যান্যরা।

উল্লেখ্য, এবারের স্বাধীনতা দিবস উন্মুক্ত কুস্তি প্রতিযোগিতায় মহিলা বিভাগে অংশ নেয় আনসার ও পুলিশ দল।   পুরুষ বিভাগে অংশ নেয় বিজিবি, আনসার, সেনাবাহিনী ও পুলিশ।

বাংলাদেশ সময়: ১৮০৩ ঘন্টা, ৩১ মার্চ, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।