ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

ইনিয়েস্তার সঙ্গে তুলনা করবেন না: ইসকো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৭ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৫
ইনিয়েস্তার সঙ্গে তুলনা করবেন না: ইসকো ছবি: সংগৃহীত

ঢাকা: স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের তারকা ফুটবলার ইসকোকে তুলনা করা হয় আরেক স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার তারকা ইনিয়েস্তার সঙ্গে। তবে, মালাগার সাবেক এ ফুটবলার নিজেকে ইনিয়েস্তার সঙ্গে তুলনা করতে পছন্দ করেন না বলে জানিয়েছেন।



মালাগা থেকে ২০১৩ সালে রিয়ালের হয়ে নাম লেখান ইসকো। স্পেনের এ তারকা ফুটবলারের খেলার ধরণ অনেকটাই তার স্বদেশি তবে, চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার ইনিয়েস্তার মতো বলে রিয়াল সমর্থকদের ধারণা।

তবে, ইসকো তা মানতে নারাজ। তিনি বলেন, এটা অনেক সম্মানের যে মানুষ আমাকে ইনিয়েস্তার মতো মনে করেন। কিন্তু আমি আগেও বলেছি, তার সঙ্গে তুলনা আমার মোটেই পছন্দ নয়। আমি এ ধরণের কোনো তুলনা শুনতে চাইনা। ফুটবলে ইনিয়েস্তার অর্জন অনেক বেশি।

ইসকো আরও যোগ করেন, ইনিয়েস্তা তার জায়গায় আর আমি আমার জায়গায়। দু’জনই ভিন্ন দুটি মানুষ এবং ফুটবলার। আমি আমার নিজের খেলা দিয়েই মানুষের মন জয় করতে ইচ্ছুক।

তবে, ইনিয়েস্তার সঙ্গে জাতীয় দলে একসাথে খেলতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করেন ইসকো। এ প্রসঙ্গে তিনি বলেন, ইনিয়েস্তার মতো খেলোয়াড়ের পাশে খেলতে পারা সব সময়ই আমার জন্য আনন্দদায়ক। তার মতো বড় মাপের খেলোয়াড়ের পাশে খেললে খেলাটা অনেক সহজ হয়ে যায়।

স্পেন জাতীয় দলের তারকা ফুটবলার ইসকো দেশের জার্সি গায়ে মাত্র ৭টি ম্যাচ খেলেছেন। মালাগার হয়ে খেলেছেন ৬৯টি ম্যাচ আর বর্তমান ক্লাব রিয়ালের হয়ে মাঠে নেমেছেন ৫৮ ম্যাচে।

বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, ৩১ মার্চ ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।