ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

বাস্কেটবল চ্যাম্পিয়ন নৌবাহিনী

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৮ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৫
বাস্কেটবল চ্যাম্পিয়ন নৌবাহিনী

ঢাকা: বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং প্যাসিফিক বাংলাদেশ টেলিকম লি:এর পৃষ্ঠপোষকতায় মঙ্গলবার সিটিসেল স্বাধীনতা দিবস বাস্কেটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে বাংলাদেশ নৌবাহিনী ৭০-৫৮ পয়েন্টের ব্যবধানে  বাংলাদেশ সেনা বাহিনীকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

প্রথমার্ধের খেলায় বাংলাদেশ নৌবাহিনী  ৪৪-২৫ পয়েন্টে এগিয়েছিল।

বাংলাদেশ নৌবাহিনীর সর্বোচ্চ স্কোরার মিঠুন ২৬ ও রাশেদ ১৬ পয়েন্ট এবং বাংলাদেশ সেনাবাহিনীর সর্বোচ্চ স্কোরার বরকত উল্লাহ ১২ ও  রহিম ১১ পয়েন্ট স্কোর করেন।

ম্যাচ শেষে বাস্কেটবল ফেডারেশনের সভাপতি মোস্তফা জালাল মহিউদ্দিন ও সিটিসেল এর হিউম্যান রিসোর্সেস ডিরেক্টর জনাব সুমন ভট্টাচার্য চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ফেডারেশনের  সহ-সভাপতি ও সিটিসেল স্বাধীনতা দিবস বাস্কেটবল টুর্নামেন্ট-২০১৫ এর পরিচালনা কমিটির আহবায়ক মেজর চৌধুরী আবুল হাসনাত(অব:) ,ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জনাব খায়রুল আলম ফরহাদ, সেনা ও নৌবাহিনী  কর্মকর্তাগন, সিটিসেল এর কর্মকর্তাগন ও ফেডারেশনের কর্মকর্তাবৃন্দ।

বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, ৩১ মার্চ ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।