ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

উৎকণ্ঠা কাটিয়ে শুরু হয়েছে ম্যাচ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৩ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৫
উৎকণ্ঠা কাটিয়ে শুরু হয়েছে ম্যাচ ছবি: শোয়েব মিথুন/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ২৭ মার্চ থেকে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুরু হয়েছে ‘এএফসি অনূর্ধ্ব-২৩ চ্যাম্পিয়নশিপ ২০১৬ কোয়ালিফায়ার্স’-এর খেলা। বঙ্গবন্ধু গোল্ডকাপের মতো এবারও এই আন্তর্জাতিক টুর্নামেন্ট ঘিরে ফুটবল প্রেমীদের মধ্যে ব্যাপক উদ্দীপনার দেখা মেলে।



তবে, ফুটবল প্রেমীদের উদ্দীপনা মঙ্গলবার বাংলাদেশ-ভারত ফুটবল ম্যাচ চলাকালীন সময়ে উৎকণ্ঠায় পরিণত হয়।

চলমান এএফসি অনূর্ধ্ব-২৩ চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বের 'ই' গ্রুপের এ ম্যাচের মধ্য বিরতির পর হঠাৎ করেই পুরো স্টেডিয়াম অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে। গ্রিড বিপর্যয়ের কারণে বিদ্যুত বিভ্রাট হয় বলে জানা যায়। ৩৩ মিনিটে পরে আবারো বিদ্যুত আসে। আলোকিত হয় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম।

বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ার কারণে মাঠের ফ্লাডলাইট গুলো সব নিভে যায়। এছাড়া প্রেস বক্স থেকে শুরু করে আশেপাশের সব লাইট নিভে যায়।


বাংলাদেশ সময়: ১৯৩৩ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৫ আপডেট: ২০০০ ঘণ্টা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।