ঢাকা: ২৭ মার্চ থেকে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুরু হয়েছে ‘এএফসি অনূর্ধ্ব-২৩ চ্যাম্পিয়নশিপ ২০১৬ কোয়ালিফায়ার্স’-এর খেলা। বঙ্গবন্ধু গোল্ডকাপের মতো এবারও এই আন্তর্জাতিক টুর্নামেন্ট ঘিরে ফুটবল প্রেমীদের মধ্যে ব্যাপক উদ্দীপনার দেখা মেলে।
তবে, ফুটবল প্রেমীদের উদ্দীপনা মঙ্গলবার বাংলাদেশ-ভারত ফুটবল ম্যাচ চলাকালীন সময়ে উৎকণ্ঠায় পরিণত হয়।
চলমান এএফসি অনূর্ধ্ব-২৩ চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বের 'ই' গ্রুপের এ ম্যাচের মধ্য বিরতির পর হঠাৎ করেই পুরো স্টেডিয়াম অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে। গ্রিড বিপর্যয়ের কারণে বিদ্যুত বিভ্রাট হয় বলে জানা যায়। ৩৩ মিনিটে পরে আবারো বিদ্যুত আসে। আলোকিত হয় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম।
বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ার কারণে মাঠের ফ্লাডলাইট গুলো সব নিভে যায়। এছাড়া প্রেস বক্স থেকে শুরু করে আশেপাশের সব লাইট নিভে যায়।
বাংলাদেশ সময়: ১৯৩৩ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৫ আপডেট: ২০০০ ঘণ্টা