ঢাকা: এশিয়ান জোনাল দাবা চ্যাম্পিয়নশিপে সপ্তম রাউন্ডের খেলা শেষে ওপেন বিভাগে গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান সাড়ে ছয় পয়েন্ট নিয়ে এককভারে পয়েন্ট তালিকায় শীর্ষস্থান অক্ষুন্ন রেখেছেন।
নেপালের কাঠমান্ডুতে অনুষ্ঠানরত বিশ্বকাপ দাবা ও বিশ্ব মহিলা দাবা চ্যাম্পিয়নশিপের কোয়লিফায়িং-এ বাংলাদেশ অংশ নিয়েছে।
আর সাড়ে চার পয়েন্ট নিয়ে গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোরশেদ, গ্র্যান্ড মাস্টার এনামুল হোসেন, আন্তর্জাতিক মাস্টার মিনহাজ উদ্দিন, ফিদে মাস্টার সেখ নাসির আহমেদ, নেপালের নিরাওলা ভূপেন্দ্র ও জয়সওয়াল রূপেস তৃতীয় স্থানে রয়েছেন।
অপরদিকে মহিলা বিভাগে সপ্তম রাউন্ডের খেলা শেষে বাংলাদেশের আন্তর্জাতিক মহিলা মাস্টার শামীমা আক্তার লিজা ছয় পয়েন্ট নিয়ে এককভাবে পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছেন। পাঁচ পয়েন্ট নিয়ে আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ, মহিলা ফিদে মাস্টার নাজরানা খান ইভা ও শ্রীলংকার আন্তর্জাতিক মহিলা মাস্টার রানাসিংঙ্গে তৃতীয় স্থানে রয়েছেন।
মঙ্গলবার সকালে অনুষ্ঠিত সপ্তম রাউন্ডের খেলায় ওপেন বিভাগে জিয়া সেখ নাসিরকে ও রাকিব আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিলকে পরাজিত করেন। নিয়াজ মিনহাজের সাথে, এনামুল ভূপেন্দ্রার সাথে, ফিদে মাস্টার খন্দকার আমিনুল ইসলাম ফিদে মাস্টার দেবরাজ চ্যাটার্জীর সাথে এবং সোহেল চৌধুরী নেপালের শ্রেষ্ঠা কেশবের সাথে ড্র করেন।
মহিলা বিভাগে লিজা মাহমুদা হক চৌধুরী মলির সাথে ড্র করেন। রানী হামিদ নেপালের মোনালিসা কাম্বোকে, রানাসিংঙ্গে ইভাকে, মহিলা ফিদে মাস্টার শারমীন সুলতানা শিরিন নেপালের জয়সুয়াল বিনাকে ও মহিলা ফিদে মাস্টার জাকিয়া সুলতানা নেপালের কাপালি বিনিতাকে পরাজিত করেন।
বাংলাদেশ সময়: ১৯৫৯ ঘণ্টা, ৩১ মার্চ ২০১৫