ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

মেসি-রোনালদোকে ছাড়িয়ে বেল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫০ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৫
মেসি-রোনালদোকে ছাড়িয়ে বেল ছবি: সংগৃহীত

ঢাকা: ফুটবল মাঠে শ্রেষ্ঠত্ব প্রমাণের জন্য গতিময় ফুটবল খেলার বিকল্প নেই। মেসি-রোনালদো-দি মারিয়া-বেল সবাই দ্রুতগতি সম্পন্ন ফুটবলারের জ্বলন্ত উদাহরণ।

সম্প্রতি পাছুকা নামক মেক্সিকান ক্লাবের গবেষণায় উঠে এসেছে, রিয়াল মাদ্রিদের তারকা উইঙ্গার গ্যারেথ বেল বর্তমান বিশ্বের সবচেয়ে দ্রুততম ফুটবলার।

গবেষণা প্রতিবেদনটি ফিফা কর্তৃক অনুমোদিত হয়েছে। বল নিয়ে কে কত দ্রুত দৌড়াতে পারে সেদিক বিবেচনায় এই তালিকা তৈরি করা হয়। এতে উল্লেখ করা হয়, বল নিয়ে ঘন্টায় ৩৬.৯ কিলোমিটার বেগে দৌড়াতে সক্ষম বেল। এটিই ওয়েলস তারকাকে শীর্ষস্থানে পৌঁছে দেয়। তার পরেই দ্বিতীয় স্থানে রয়েছেন প্রতিবেদনটি তৈরি করা ক্লাবটির মেক্সিকান মিডফিল্ডার জার্গেন ড্যাম (৩৫.২৩ কি.মি.)।

বেল ছাড়াও রিয়াল মাদ্রিদের আরো দু’জন ফুটবলার এই তালিকায় রয়েছেন। পুর্তগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো ‍আছেন পঞ্চম স্থানে। ঘন্টায় বল নিয়ে তার গতির সীমা ৩৩.৬ কি.মি.। একমাত্র ডিফেন্ডার হিসেবে শীর্ষ দশে জায়গা পেয়েছেন রিয়ালের স্প্যানিশ ডিফেন্ডার সার্জিও রামোস (৩০.৬ কি.মি.)।

চারবারের বিশ্বসেরা ফুটবলার লিওনেল মেসি সপ্তম স্থানে রয়েছেন। বার্সার এই আর্জেন্টাইন তারকার গতিসীমা ধরা হয়েছে ঘন্টায় ৩২.৫ কি.মি.। ম্যানচেস্টার ইউনাইটেডের মিডফিল্ডার অ্যান্তোনিও ভ্যালেন্সিয়া আছেন তিন নম্বরে। ঘন্টায় তিনি ৩৫.১ কি.মি. বেগে দৌড়াতে সক্ষম। চতুর্থ স্থানে টটেনহামের ইংলিশ মিডফিল্ডার অ্যারন লেনন (৩৩.৮ কি.মি.)।

ম্যানইউ তারকা ওয়েইন রুনিকে অষ্টম স্থানে রাখা হয়েছে। তার গতিবেগ ঘন্টায় ৩১.২ কি.মি.। আর্সেনালের ইংলিশ স্ট্রাইকার থিও ওয়ালকট আছেন ছয় নম্বরে (৩২.৭ কি.মি.)। বায়ার্ন মিউনিখের ফ্রেঞ্চ তারকা ফ্রাঙ্ক রিবেরি (৩০.৭ কি.মি.) নবম স্থানে রয়েছেন।

বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘন্টা, মার্চ ৩১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।