ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

স্বাধীনতা দিবস প্রীতি ক্রিকেট

বাংলাদেশ ইউনিভার্সিটি শিক্ষক একাদশের জয়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৩ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৫
বাংলাদেশ ইউনিভার্সিটি শিক্ষক একাদশের জয় ছবি : বাংলানিউজটোয়েটিফোর.কম

ঢাকা: স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশ ইউনিভার্সিটি (বিইউ) আয়োজিত ক্রিকেট ম্যাচে জয় পেয়েছে বিইউ শিক্ষক একাদশ।

মঙ্গলবার (৩১ মার্চ) রাজধানীর মোহাম্মদপুর ইউনিভার্সিটি সংলগ্ন উদয়াচল ক্লাব মাঠে এ প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়।



বাংলাদেশ ইউনিভার্সিটির ছাত্র বনাম শিক্ষক একাদশের ম্যাচে পরাজিত হয় ছাত্র একাদশ। বিজয়ী দল ৬ উইকেটে জয় তুলে নেয়।

ছাত্র একাদশে ইউনিভার্সিটির বিভিন্ন বিভাগের ছাত্র ও শিক্ষক একাদশে ইউনিভার্সিটির শিক্ষকরা অংশ নেয়।

মঙ্গলবার (৩১ মার্চ) বেলা ১১টায় ছাত্র একাদশ টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। নির্ধারিত ১২ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৪০ রান সংগ্রহ করে তারা। সর্বোচ্চ ৬০ রান করেন বাবু।

জবাবে শিক্ষক একাদশ ১১.৫ ওভারে ৪ উইকেট হাতে রেখেই জয় তুলে নেয়। দলের পক্ষে সর্বোচ্চ ৫০ রান করে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন হাসান।

খেলা শেষে বাংলাদেশ ইউনিভার্সিটির কলা ও মানবিক অনুষদের ডিন প্রফেসর মোস্তফা কামাল উদ্দিন বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

বাংলাদেশ সময়: ২০১৪ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।