ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

হোটেলবয় হতে পারতেন মডরিচ!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৫ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৫
হোটেলবয় হতে পারতেন মডরিচ! ছবি: সংগৃহীত

ঢাকা: বর্তমানে রিয়াল মাদ্রিদের মিডফিল্ডের অন্যতম ভরসার নাম লুকা মডরিচ। তবে এই ক্রোয়েশিয়ান ফুটবলার আজ মাঠে না থেকে হয়তো হোটেলের ওয়েটারের দায়িত্বে থাকতেন।

ছোটবেলায় ফুটবলকে বেছে না নিলে এমনটিই ঘটতো বলে জানান মডরিচ।

ক্রোয়েশিয়ার রাজধানী জাগরেবে শিশুদের খেলাধুলায় অংশগ্রহণমূলক অনুষ্ঠানে যোগ দেন মডরিচ। ফুটবলার না হলে কি হতেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি সম্ভবত হোটেলের ওয়েটার হতাম। ঈশ্বরকে ধন্যবাদ যে আমাকে ফুটবলার বানিয়েছে। ’

সাবেক টটেনহাম তারকা আরও বলেন, ‘ক্যারিয়ারে প্রতিটি ক্লাবের হয়েই দারুণ সময় কাটিয়েছি এবং সব জায়গাতেই আমার ভালো বন্ধু রয়েছে। তবে, রিয়ালের হয়েই বর্তমানে সবচেয়ে সুখে আছি। ’

মডরিচ জানান, ক্রোয়েশিয়ার হয়ে আর্জেন্টিনার বিপক্ষে অভিষেক ম্যাচ এবং রিয়ালের হয়ে চ্যাম্পিয়নস লিগ জেতাটা তার জীবনে অবিস্মরণীয় হয়ে থাকবে। উল্লেখ্য, ২০০৬ সালে জাতীয় দলে মডরিচের অভিষেক ঘটে। আর গতবছর রিয়ালের লা ডেসিমা (দশম চ্যাম্পিয়নস লিগ) জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন ২৯ বছর বয়সী এই মিডফিল্ডার।

বাংলাদেশ সময়: ২০৩০ ঘন্টা, মার্চ ৩১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।