ঢাকা: নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে জয়ের ধারা অক্ষুন্ন রেখেছে গত বিশ্বকাপের ফাইনালিস্ট আর্জেন্টিনা। ইকুয়েডরকে আর্জেন্টাইনরা হারিয়েছে ২-১ গোলের ব্যবধোনে।
এ ম্যাচেও অনিশ্চিয়তাকে সত্যি করে মাঠে নামতে পারেন নি আর্জেন্টাইনদের নিয়মিত অধিনায়ক লিওনেল মেসি। এল সালভাদোরের বিপক্ষে ম্যাচেও মাঠের বাইরে ছিলেন ইনজুরিতে পড়া বার্সেলোনার তারকা স্ট্রাইকার।
ইকুয়েডরের বিপক্ষে শুরুর একাদশে আর্জেন্টিনার কোচ জেরার্ড মার্টিনো মাঠে নামিয়েছিলেন রোমেরো, ইজিকুয়েল গ্যারে, অতামেন্ডি, রোহো, মাসচেরানো, ডি মারিয়া, জাভিয়ের পাস্তোর এবং সার্জিও আগুয়েরোর মতো তারকাদের।
ম্যাচের শুরুতেই এগিয়ে যায় আর্জেন্টিনা। প্রথমার্ধের ৬ মিনিটের মাথায় ম্যানচেস্টার সিটির তারকা সার্জিও আগুয়েরোর গোলে লিড নেয় আর্জেন্টাইনরা। জাভিয়ের পাস্তোরের অ্যাসিস্ট থেকে গোলটি করেন আগুয়েরো। ফলে, ১-০ গোলের লিড নেয় বিশ্বকাপের রানার্সআপরা।
তবে, ম্যাচের ২৪তম মিনিটে বোলানোসের গোলে সমতায় ফেরে ইকুয়েডর। প্রথমার্ধে আর কোনো গোল না হলে সমতা নিয়ে বিরতিতে যায় দুই দল।
বিরতির পর ফিরে ম্যাচের ৪৯তম মিনিটে আবারো এগিয়ে যাওয়ার সুযোগ পায় আর্জেন্টিনা। তবে, আগুয়েরো আর ডি মারিয়ার এ প্রচেষ্টা ব্যর্থ হয়। ৫৫ মিনিটেও ডি মারিয়া আরেক বার গোলের সুযোগ নষ্ট করেন।
তবে, ৫৮ মিনিটের মাথায় ঠিকই গোলের দেখা পায় আর্জেন্টাইনরা। লুকাস বিগলিয়ার অ্যাসিস্ট থেকে দলের দ্বিতীয় গোলটি করেন জাভিয়ের পাস্তোর। প্যারিস সেইন্ট জার্মেইনের তারকা এ ফুটবলারের গোলে আবারো লিড নেয় আর্জেন্টিনা।
ম্যাচের বাকি সময়ে আর কোনো গোল না হলে ২-১ গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টাইনরা।
বাংলাদেশ সময়: ০৮৫৩ ঘণ্টা, ০১ এপ্রিল ২০১৫