ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

স্প্যানিশদের হারিয়ে ডাচদের জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২০ ঘণ্টা, এপ্রিল ১, ২০১৫
স্প্যানিশদের হারিয়ে ডাচদের জয়

ঢাকা: আমসটারডাম এরেনায় হাইভোল্টেজ ম্যাচে জয় পেয়েছে নেদারল্যান্ডস। আন্তর্জাতিক প্রীতি ম্যাচে আরেক ফেভারিট স্পেনকে হারিয়েছে ডাচরা।

২-০ গোলে তারকা সমৃদ্ধ স্প্যানিশদের হারিয়েছে নেদারল্যান্ডস। ফলে, ব্রাজিল বিশ্বকাপের প্রতিশোধ নিতে ব্যর্থ হলো স্পেন।

স্প্যানিশ কোচ শুরুর একাদশে মাঠে নামান ডি গিয়া, কারভাজাল, জেরার্ড পিকে, বার্নাট, কাজোরলা, মারিও সুয়ারেজ, ফেব্রেগাস, ইসকো আর পেদ্রোদের মতো তারকাদের।

ম্যাচের শুরু থেকেই স্পেন শিবিরে আক্রমণ শানাতে থাকে ডাচরা। প্রথমার্ধের ১৩ মিনিটের মাথায় প্রথম গোলের দেখা পায় নেদারল্যান্ডস। ওয়েসলি স্নেইডারের অ্যাসিস্টে গোল করে দলকে লিড পাইয়ে দেন স্টিফান ডি ভ্রিজ।

প্রথম গোল হজমের তিন মিনিটের মাথায় স্পেন আরও একটি গোল হজম করে। ম্যাচের ১৬তম মিনিটে দলের দ্বিতীয় গোলটি করেন ডেভি ক্লাজেন। ফলে, শুরুতেই আক্রমণাত্মক খেলতে থাকা ডাচরা ২-০ গোলে এগিয়ে যায়।

প্রথমার্ধে আর কোনো গোল না হলে এগিয়ে থেকেই বিরতিতে যায় বিশ্বকাপের গ্রুপ পর্বে এই স্পেনকে ৫-১ ব্যবধানে হারানো ডাচরা।

বিরতি থেকে ফিরেও বিশ্বকাপের প্রতিশোধ নেওয়ার ম্যাচে ঘুরে দাঁড়াতে পারেনি স্পেন। বদলি খেলোয়াড় হিসেবে ভিতোলো, ডেভিড সিলভা, মোরাতা, সার্জিও রামোস আর আন্দ্রেস ইনিয়েস্তা স্পেনকে ম্যাচে ফেরাতে ব্যর্থ হন।

ফলে, ২-০ গোলের পরাজয় নিয়ে মাঠ ছাড়ে স্পেন।

বাংলাদেশ সময়: ০৯২১ ঘণ্টা, ০১ এপ্রিল ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।