ঢাকা: বিশ্বকাপের হারের বদলা নিতে পারল না ইংল্যান্ড। আন্তর্জাতিক প্রীতি ম্যাচে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালির সঙ্গে ১-১ গোলে ড্র করেছে ইংলিশরা।
তুরিনোর জুভেন্টাস স্টেডিয়ামে প্রথমার্ধের ২৯ মিনিটে ১-০ গোলে এগিয়ে যায় স্বাগতিক ইতালি। ডিফেন্ডার জর্জিও কিয়েলিনির অ্যাসিস্টে লিড এনে দেন স্ট্রাইকার গ্রাজিয়ানো পেলে। এক গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় রয় হজসনের শিষ্যরা।
দ্বিতীয়ার্ধের শুরু থেকেই ম্যাচে ফিরতে মরিয়া হয়ে উঠে ইংলিশরা। কিন্তু, কাঙ্ক্ষিত গোলের দেখা পাচ্ছিল না হ্যারি কেন-ওয়ালকটরা। ৭৯ মিনিটে দুই বদলি খেলোয়াড়ের নৈপুন্যে সমতায় ফেরে ইংল্যান্ড। টটেনহামের মিডফিল্ডার রায়ান ম্যাসনের বাড়ানো বলে তারই ক্লাব সতীর্থ অ্যান্ড্রোস টাউন্সেন্ড গোলটি করেন।
অবশ্য, জয় নিয়েই মাঠ ছাড়তে পারত ৬৬’র বিশ্ব চ্যাম্পিয়নরা। কয়েকটি গোলের সুযোগ পেয়েও কাজে লাগাতে ব্যর্থ হয় রুনিরা। অপরদিকে, ঘরের মাঠে প্রত্যাশিত জয় পেতে ইতালিও ব্যর্থ হয়। তাই নির্ধারত সময় শেষে ড্র নিয়েই মাঠ ছাড়ে দু’দল।
বাংলাদেশ সময়: ০৯৫৫ ঘন্টা, এপ্রিল ০১, ২০১৫