ঢাকা: স্বাগতিক হিসেবে মাঠে নেমে বেশ বড় লজ্জাই পেতে হলো রিয়াল মাদ্রিদের তারকা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগালকে। তবে, দ্বীপরাষ্ট্র কেপ ভারদের বিপক্ষে লজ্জাজনক পরাজয়ের এ ম্যাচে ছিলেন না রিয়াল তারকা।
১৯৮৬ সালে আফ্রিকান কোনো রাষ্ট্রের বিপক্ষে পরাজয়ের পর আবারো হারল পর্তুগাল। ১৯৮৬ সালে মরক্কোর বিপক্ষে পরাজয়ের পর এই প্রথম ফোগোর দ্বীপরাষ্ট্রটির বিপক্ষে হেরেছে ফার্নান্দো সান্তোসের পর্তুগান। আর এ ম্যাচে জয়ের ফলে আফ্রিকান জাতি হিসেবে প্রথমবারের মতো বড় কোনো দলের বিপক্ষে জয়ের স্বাদ পায় কেপ ভারদে।
পর্তুগিজ কোচ সান্তোস এ ম্যাচে প্রায় নতুন একটি দলকে খেলান। আগের প্রীতি ম্যাচে সার্বিয়াকে ২-১ গোলে হারানোর পর বেশ ফুরফুরে মেজাজে আফ্রিকান দলটিতে আতিথ্য জানিয়েছিল পর্তুগাল।
ম্যাচের ৩৮ মিনিটে স্বাগতিকদের বিপক্ষে প্রথম গোল করেন কেপ ভারদের অদাইর ফোরটস। আর দলের দ্বিতীয় গোলটি আসে পাঁচ মিনিট (ম্যাচের ৪৩ মিনিট) পরেই। ফোরটসের অ্যাসিস্টে দলের দ্বিতীয় গোলটি করেন গেগে।
ম্যাচের প্রথমার্ধে সমতায় ফিরতে ব্যর্থ হওয়া পর্তুগিজরা ম্যাচের দ্বিতীয়ার্ধেও আর ঘুরে দাঁড়াতে পারেনি। ম্যাচের ৬০ মিনিটের মাথায় আন্দ্রে পিন্টো লাল কার্ড দেখলে দশ জনের দলে পরিণত হয় স্বাগতিকরা। নির্ধারিত সময় শেষে ২-০ গোলের লজ্জা নিয়ে মাঠ ছাড়ে পর্তুগাল।
বাংলাদেশ সময়: ০৯৫৫ ঘণ্টা, ০১ এপ্রিল ২০১৫