ঢাকা: স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনায় একঝাঁক ব্রাজিলিয়ান ফুটবলার রয়েছেন। এরই সুবাদে মঙ্গলবার (৩১ মার্চ) কাতালানদের ট্রেনিং সেন্টারে যান ব্রাজিল ফুটবল দলের কোচ কার্লোস দুঙ্গা।
এক সাক্ষাৎকারে দুঙ্গা বলেন, ‘বার্সা ও ব্রাজিলের খেলার ধরণ অনেকটা একই রকমের। এখানে নেইমার চমৎকার ফুটবল খেলছে। আদ্রিয়ানো ও দানি আলভেজও ক্যারিয়ারের সেরা সময় উপভোগ করছে। ’
তিনি আরও বলেন, ‘মৌসুমের শুরুটা কাতালানদের ভালো না হলেও বর্তমানে তারা পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে। বিশ্বের সেরা ক্লাবগুলোর মধ্যে বার্সা অন্যতম। এ দলে বিশ্বমানের কিছু ফুটবলার রয়েছে। সব কিছু মিলিয়ে এখানে কাজ করার পরিবেশটাই অন্যরকম। ’
বার্সায় বর্তমানে পাঁচজন ব্রাজিলিয়ান ফুটবলার খেলেন। এরা হলেন নেইমার, আদ্রিয়ানো, দানি আলভেজ, রাফিনহা ও ডগলাস।
উল্লেখ্য, ২০০৬-১০ পর্যন্ত ব্রাজিলের কোচের দায়িত্বে ছিলেন দুঙ্গা। কোয়ার্টার ফাইনালে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা বাদ পড়ায় কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন তিনি। দেশের মাটিতে ২০১৪ বিশ্বকাপের সেমিফাইনালে জার্মানির বিপক্ষে লজ্জাজনকভাবে হেরে যায় নেইমার-অস্কাররা। পরে লুইস ফেলিপে স্কলারির স্থলাভিষিক্ত হন দুঙ্গা। দ্বিতীয় মেয়াদে দায়িত্ব গ্রহণের পর তার অধীনে এখন পর্যন্ত আট ম্যাচ খেলে সবকটিতেই জয়লাভ করে সেলেকাওরা।
বাংলাদেশ সময়: ১৩৫৫ ঘন্টা, এপ্রিল ০১, ২০১৫