ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

বার্সা পরিদর্শনে ব্রাজিল কোচ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৬ ঘণ্টা, এপ্রিল ১, ২০১৫
বার্সা পরিদর্শনে ব্রাজিল কোচ ছবি : সংগৃহীত

ঢাকা: স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনায় একঝাঁক ব্রাজিলিয়ান ফুটবলার রয়েছেন। এরই সুবাদে মঙ্গলবার (৩১ মার্চ) কাতালানদের ট্রেনিং সেন্টারে যান ব্রাজিল ফুটবল দলের কোচ কার্লোস দুঙ্গা।

পরে তিনি বার্সা কোচ লুইস এনরিকের সঙ্গে সাক্ষাৎ শেষে তার কোচিং পদ্ধতি পর্যবেক্ষণ করেন।

এক সাক্ষাৎকারে দুঙ্গা বলেন, ‘বার্সা ও ব্রাজিলের খেলার ধরণ অনেকটা একই রকমের। এখানে নেইমার চমৎকার ফুটবল খেলছে। আদ্রিয়ানো ও দানি আলভেজও ক্যারিয়ারের সেরা সময় উপভোগ করছে। ’

তিনি আরও বলেন, ‘মৌসুমের শুরুটা কাতালানদের ভালো না হলেও বর্তমানে তারা পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে। বিশ্বের সেরা ক্লাবগুলোর মধ্যে বার্সা অন্যতম। এ দলে বিশ্বমানের কিছু ফুটবলার রয়েছে। সব কিছু মিলিয়ে এখানে কাজ করার পরিবেশটাই অন্যরকম। ’

বার্সায় বর্তমানে পাঁচজন ব্রাজিলিয়ান ফুটবলার খেলেন। এরা হলেন নেইমার, আদ্রিয়ানো, দানি আলভেজ, রাফিনহা ও ডগলাস।

উল্লেখ্য, ২০০৬-১০ পর্যন্ত ব্রাজিলের কোচের দায়িত্বে ছিলেন দুঙ্গা। কোয়ার্টার ফাইনালে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা বাদ পড়ায় কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন তিনি। দেশের মাটিতে ২০১৪ বিশ্বকাপের সেমিফাইনালে জার্মানির বিপক্ষে লজ্জাজনকভাবে হেরে যায় নেইমার-অস্কাররা। পরে লুইস ফেলিপে স্কলারির স্থলাভিষিক্ত হন দুঙ্গা। দ্বিতীয় মেয়াদে দায়িত্ব গ্রহণের পর তার অধীনে এখন পর্যন্ত আট ম্যাচ খেলে সবকটিতেই জয়লাভ করে সেলেকাওরা।

বাংলাদেশ সময়: ১৩৫৫ ঘন্টা, এপ্রিল ০১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।