ঢাকা, বুধবার, ২৮ শ্রাবণ ১৪৩২, ১৩ আগস্ট ২০২৫, ১৮ সফর ১৪৪৭

খেলা

শীর্ষে মেসি, ২৯তম রোনালদো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:০৫, এপ্রিল ১, ২০১৫
শীর্ষে মেসি, ২৯তম রোনালদো ছবি: সংগৃহীত

ঢাকা: আর্জেন্টাইন তারকা স্ট্রাইকার লিওনেল মেসি ২০১৫ সালের সেরা অ্যাটাকার হিসেবে নির্বাচিত হয়েছেন। ইন্টারন্যাশনাল সেন্টার ফর স্পোর্টস স্টাডিসের (সিআইইএস) মতে বছরের প্রথম তিন মাসে বিশ্বের সেরা স্ট্রাইকার বার্সেলোনার এই তারকা।



মেসির পরের অবস্থানটি পেয়েছেন বায়ার্ন মিউনিখের ডাচ তারকা আরিয়েন রোবেন। আর তৃতীয় স্থানটি পেয়েছেন ওলফসবার্গের বাস ডোস্ট।

আর মেসির চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো রয়েছেন এ তালিকার ২৯ নম্বরে। রিয়ালের আরেক তারকা গ্যারেথ বেল রয়েছেন ৩৫তম এবং করিম বেনজেমা রয়েছেন ৩৭তম স্থানে।

সিআইইএস-এর প্রকাশ করা এই তালিকায় মেসির বার্সেলোনা সতীর্থ উরুগুয়ের তারকা স্ট্রাইকার লুইস সুয়ারেজ রয়েছেন চতুর্থ স্থানে আর পঞ্চম স্থানে রয়েছেন দিয়েগো কস্তা।

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, ০১ এপ্রিল ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।