ঢাকা: পাইওনিয়ার ফুটবলের সুপারলিগ শুরু হচ্ছে আগামী ৩ এপ্রিল থেকে। পাইওনিয়ার লিগের ৫৯ টি দল থেকে সেরা ২০ দল খেলবে সুপার লিগে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক তারকা ফুটবলার আশরাফউদ্দিন আহমেদ চুন্নু, বর্তমান জাতীয় দলের অধিনায়ক মামুনুল ইসলামসহ আরো অনেকে।
পাইওনিয়ার লিগ কমিটির ডেপুটি চেয়ারম্যান বিজন বড়ুয়া জানালেন, ‘২০ দলকে নিয়ে সুপার লিগ করছি। আশা করছি চলতি মাসের ২৪ অথবা ২৫ তারিখের মধ্যে খেলা শেষ করতে পারবো। ঢাকার চার ভেন্যুতে খেলাগুলো অনুষ্ঠিত হবে। চ্যাম্পিয়ন দলের জন্য থাকছে ১ লাখ টাকা পুরস্কার। রানার্স আপ দল পাবে ৫০ হাজার টাকা। ’
২০ দল ৪ গ্রুপে বিভক্ত হয়ে অংশ নেবে সুপার লিগে। প্রতি গ্রুপ থেকে দুটি করে দল খেলবে কোয়ার্টার ফাইনালে। কোয়ার্টার ফাইনাল খেলার ক্রমানুযায়ী বিজয়ী দলসমূহের স্থান হবে যথাক্রমে প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ।
সে অনুযায়ী প্রথম বিজয়ী বনাম তৃতীয় বিজয়ী এবং দ্বিতীয় বিজয়ী বনাম চতুর্থ বিজয়ী দলের মধ্যে সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। সেমিফাইনালের বিজয়ী দলগুলো খেলবে ফাইনালে।
ড্র অনুযায়ী ‘ক’ গ্রুপে: মাদার বাড়ী শোভনীয়া ক্লাব, চট্টগ্রাম; লন্ডন টাইগার্স, সিলেট; বাংলাদেশ বয়েজ ক্লাব, চট্টগ্রাম; আবদুল হাদীলেন যুব সংঘ; উত্তরা ফ্রেন্ডস ক্লাব।
'খ' গ্রুপে: খিলগাঁও জাগরণী সংসদ; হাসনাবাদ স্পোটিং ক্লাব; আনসার ভি,ডি,বি; টাঙ্গাইল ফুটবল একাডেমি; লালবাগ তরুণ সংঘ।
‘গ’ গ্রুপে: বাংলাদেশ ফুটবল সাপোটার্স ফোরাম, ইলু স্মৃতি সংসদ, মিরপুর স্পোর্টস এন্ড ফিজিক্যাল কালচার সেন্টার, ধানমন্ডি ফুটবল একাডেমি, তোতা স্পোর্টস একাডেমি।
‘ঘ’গ্রুপে: ফকিরেরপুল সূর্য তরুণ সংঘ ১ম গলি, গাজীপুর সিটি ফুটবল একাডেমি, আরামবাগ ফুটবল একাডেমি, বাংলাদেশ স্পোর্টিং ক্লাব, উত্তরণ যুব সংসদ।
বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, ১ এপ্রিল ২০১৫