ঢাকা: ‘সাম্বা গোল্ড অ্যাওয়ার্ড’ পুরস্কার জিতলেন বার্সেলোনার স্ট্রাইকার নেইমার। ব্রাজিলের ফুটবলার হিসেবে ইউরোপিয়ান লিগে সেরা পারফর্মারকে এ পুরস্কার দেয়া হয়।
বাৎসরিক এ পুরস্কারটি ফ্রেঞ্চ ভিত্তিক একটি সংগঠন দ্বারা নিয়ন্ত্রিত হয়। সংগঠনটি বিশ্বব্যাপী প্রায় দেড় লক্ষের ওপরে সাংবাদিক ও সাবেক ফুটবলারদের ভোটের দ্বারা পুরস্কারটি নিশ্চিত করে।
নেইমার ন্যু ক্যাম্পে ২০১৪ ফুটবল মৌসুমে অসাধারণ পারফর্ম করেন। আর এরই সুবাদে অ্যাতলেটিকো মাদ্রিদের ফুটবলার মিরান্ডা ও গালাতাসেরা মিডফিল্ডার ফিলিপ মেলোকে পেছনে ফেলে পুরস্কারটি জেতেন তিনি।
নেইমার লুইস এনরিকের অধীনে সব প্রতিযোগিতা মিলিয়ে ২৬টি গোল করে এই পুরস্কারের যোগ্য দাবীদার হন।
২০০৮ সাল থেকে ব্রাজিল ফুটবল ফেডারেশন ইউরোপে খেলা সেরা ব্রাজিল ফুটবলারকে এ পুরস্কারটি দিয়ে আসছে। গত তিন বছর নিজের দখলে তা রেখেছিলেন প্যারিস সেইন্ট জার্মেইনের থিয়েগো সিলভা। তবে, ব্রাজিলের সাবেক এ দলপতি এবারে এ পুরস্কারের তালিকায় জায়গা পেয়েছেন সাত নম্বরে।
২০০৮ সালে সর্ব প্রথম এ পুরস্কার জিতেছিলেন মিডফিল্ডার কাকা। পরের দুই বছর পান যথাক্রমে লুইস ফ্যাবিয়ানো ও মাইকন।
সেলেকাওদের নতুন অধিনায়ক নেইমার এ পুরস্কারটি জিতেছেন ২৯.২০ শতাংশ ভোট পেয়ে। যেখানে ব্রাজিলের সেন্টার ব্যাক ৩০ বছর বয়সী মিরান্ডা ১৬.৩৯ শতাংশ ভোট পেয়েছেন। তিন নম্বরে রয়েছেন ব্রাজিল জাতীয় দল থেকে ২০১০ সালে অবসর নেওয়া গ্যালাতাসারের ডিফেন্সিভ মিডফিল্ডার ফেলিপে মেলো। জুভেন্টাসের সাবেক এ তারকা পেয়েছেন ১৬.০১ শতাংশ ভোট।
বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, এপ্রিল ০১, ২০১৫