ঢাকা, বুধবার, ২৯ শ্রাবণ ১৪৩২, ১৩ আগস্ট ২০২৫, ১৮ সফর ১৪৪৭

খেলা

ব্যতিক্রমী জয় উদযাপন করলেন মারে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:২০, এপ্রিল ১, ২০১৫
ব্যতিক্রমী জয় উদযাপন করলেন মারে অ্যান্ডি মারে

ঢাকা: সম্প্রতি নিজের টেনিস ক্যারিয়ারের ৫০০তম জয় পেলেন অ্যান্ডি মারে। আর মাইলফলক এ জয়ের পর সবুজ রংয়ের বিশাল আকৃতির একটি কেকে কামড় দিয়ে জয় উদযাপন করলেন ব্রিটিশ তারকা।

মিয়ামি ওপেনের শেষ আটের লড়াইয়ে দক্ষিণ আফ্রিকান কেভিন অ্যান্ডারসনকে হারিয়ে এ জয় পান তিনি।

টেনিস খেলোয়াড় হিসেবে ৫০০ ম্যাচ জয়ের তালিকায় মারে নবম। এ তালিকায় সবার ওপরে আছেন সুইস তারকা রজার ফেদেরার (১০১২)। ৭২১টি জয় নিয়ে দ্বিতীয় অবস্থানে আছেন স্প্যানিস তারকা রাফায়েল নাদাল। আর ৬২৫ জয় নিয়ে তালিকার তিনে আছেন সার্বিয়ান তারকা নোভাক জকোভিচ।

মারে ২০১২ সালে ইউএস ওপেনের মধ্যে দিয়ে ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ড স্লাম জিতেছিলেন। আর পরের বছরই বহুল কাঙ্ক্ষিত উইম্বডল ওপেন জেতেন। তবে ২০১০, ১১, ১৩ ও ১৫ সালে অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে উঠলেও শিরোপা জেতা হয়নি ২৭ বছরের এ তারকার।

বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, এপ্রিল ০১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।