ঢাকা: বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের ব্যবস্থাপনায় গত ২৮ মার্চ থেকে শুরু হয় স্বাধীনতা কাপ হ্যান্ডবল প্রতিযোগিতা। বুধবার বিকেলে শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে এর ফাইনাল খেলা অনুষ্টিত হয়।
পুরুষ বিভাগে বর্ডার গার্ড ও মহিলা বিভাগে বাংলাদেশ আনসার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
অনুষ্ঠানে বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি ও মৌসুমী ইন্ডাষ্ট্রিজ লিমিটেড (কিউট)-এর চেয়ারম্যান কাজী মাহতাব উদ্দিন আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার বিজয়ী ও বিজিতদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এছাড়া অন্যান্যদের মাঝে আরও উপস্থিত ছিলেন সাধারন সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর, টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান মিসেস হামিদা বেগম, ফেডারেশনের কোষাধ্যক্ষ ও টুর্নামেন্ট কমিটির সম্পাদক জাহাঙ্গীর হোসেনসহ ফেডারেশনের অন্যান্য কর্মকর্তাগণ।
পুরুষ বিভাগের ফাইনাল খেলায় বর্ডার গার্ড বাংলাদেশ ৩৪-১৮ গোলে বাংলাদেশ পুলিশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে এবং অপরদিকে বাংলাদেশ পুলিশ রানার্স-আপ হয়। বিজয়ীদল প্রথমার্ধে ১৭-৮ গোলে এগিয়ে ছিল। বর্ডার গার্ড বাংলাদেশের পক্ষে কামরুল ইসলাম ৬টি, কামরুজ্জামান ও আব্দুস সাত্তার যথাক্রমে ৫টি করে গোল এবং বাংলাদেশ পুলিশের পক্ষে আরিফ হোসেন ৫টি, মনিরুজ্জামান ও কাদের যথাক্রমে ৩টি করে গোল করেন।
মহিলা বিভাগের ফাইনাল খেলায় বাংলাদেশ আনসার ২২-১০ গোলে বাংলাদেশ পুলিশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে এবং অপরদিকে বাংলাদেশ পুলিশ রানার্স-আপ হয়। বিজয়ীদল প্রথমার্ধে ১১-২ গোলে এগিয়ে ছিল। বাংলাদেশ আনসারের পক্ষে রোকসানা ৯টি গোল ও হ্যাপি ৪টি গোল এবং বাংলাদেশ পুলিশের পক্ষে জরিনা ৩টি গোল করেন।
প্রতিযোগিতায় পুরুষ বিভাগে বর্ডার গার্ড বাংলাদেশের কামরুল ইসলাম সেরা খেলোয়াড় হিসেবে নির্বাচিত হয়েছেন এবং মহিলা বিভাগে বাংলাদেশ আনসারের ইসমত আরা নিশি সেরা খেলোয়াড় হিসেবে নির্বাচিত হয়েছেন।
বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, ১ এপ্রিল ২০১৫