ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

বার্সা-বায়ার্নের পরেই রিয়াল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৯ ঘণ্টা, এপ্রিল ২, ২০১৫
বার্সা-বায়ার্নের পরেই রিয়াল

ঢাকা: গত মৌসুমটা রিয়াল মাদ্রিদের জন্য ছিল স্বপ্নময়। উয়েফা চ্যাম্পিয়নস লিগ, উয়েফা সুপার কাপ ও ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপের ট্রফি ঘরে তোলে লস ব্লাঙ্কসরা।

কিন্তু, এই মৌসুমে স্প্যানিশ জায়ান্টরা যেন খেই হারিয়ে ফেলেছে। এমনটিই জানিয়েছেন ইতালিয়ান ক্লাব জুভেন্টাসের পরিচালক পাভেল নেদভেদ।

২০১৩-১৪ মৌসুমে রিয়াল এক কথায় অপ্রতিরোধ্য ছিল। বিশেষ করে ইউরোপ শ্রেষ্ঠত্বের আসর চ্যাম্পিয়নস লিগে রোনালদো-বেনজেমারা ছিল ধরাছোঁয়ার বাইরে। সেমিফাইনালে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখকে রীতিমত বিধ্বস্ত করে। দুই লেগ মিলিয়ে জার্মান চ্যাম্পিয়নদের ৫-০ গোলে হারের লজ্জা দেয় কার্লো আনচেলত্তির শিষ্যরা। আর ফাইনালে নগর প্রতিদ্বন্দ্বী অ্যাতলেতিকো মাদ্রিদকে ৪-১ গোলে হারিয়ে লা-ডেসিমা (দশম চ্যাম্পিয়নস লিগ) জিতে নেয় দি মারিয়া-রোনালদোরা।

পাভেল নেদভেদ বলেন, ‘গত বছর রিয়াল মাদ্রিদ দুর্দান্ত ফর্মে ছিল। কিন্তু, সবকিছুই দ্রুত পরিবর্তন হয়ে গেল। তাদের আগের মতো শক্তিমত্তা নেই। বর্তমানে বার্সেলোনা ও বায়ার্ন মিউনিখই ইউরোপের সেরা ক্লাব। ’

ব্যালন ডি’অর জয়ী সাবেক এ ফুটবলার আরো বলেন, ‘এই মৌসুমে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে বার্সা-বায়ার্নকে এড়াতে পেরে আমরা খুবই খুশি। তাদের বিপক্ষে ম্যাচ জেতাটা মোটেই সহজ কাজ নয়। কোয়ার্টারে মোনাকোর বিপক্ষে খেলতে হবে যারা নকআউট পর্বে আর্সেনালের মতো দলকে হারিয়ে দিয়েছে। কাজেই তাদেরকেও খাটো করে দেখার উপায় নেই। ’

বাংলাদেশ সময়: ১১০৬ ঘন্টা, এপ্রিল ০২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।