ঢাকা: আগামী রোববার লা লিগার ম্যাচে সেল্টা ভিগোর বিপক্ষে লড়তে যাচ্ছে বার্সেলোনা। আর এ ম্যাচের আগেই ইনজুরি মুক্ত হয়ে দলে ফিরবেন লিওনেল মেসি এমনটি মনে করেন ডিফেন্ডার জেরার্ড পিকে।
মেসি আর্জেন্টিনার হয়ে শেষ দুটি ম্যাচ খেলতে পারেন নি। যুক্তরাষ্ট্রে এল সালভাদর ও ইকুয়েডরের বিপক্ষে আলবেসেলিস্তাদের জয়ের ম্যাচ দুটিতে পাঁয়ের ইনজুরির কারণে সাইড বেঞ্চে ছিলেন তিনি। পরে দলের কোচ জেরার্ডো মার্টিনো বলেছিলেন, ‘পুরোপুরি সুস্থ না হওয়ায় ২৭ বছর বয়সী এ তারকা মাঠে নামতে পারেনি। ’
এদিকে কয়েকটি গণমাধ্যমে জানা গেছে বার্সার পরবর্তী ম্যাচেও চারবারের ব্যালন ডি’অর জয়ী মাঠে নামতে পারবেন না। তবে মেসির সুস্থ হবার ব্যাপারে পুরোপুরি আত্মবিশ্বসী ক্লাব সতীর্থ পিকে।
এক সাক্ষাৎকারে পিকে বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে মেসির সঙ্গে কথা বলেছি এবং আমি তার সুস্থতার ব্যাপারে আশাবাদী। আমার মনে হয় সে সুস্থই আছে। তবে আগামী কয়েকদিন সে কি রকম অনুভব করে তার উপর নির্ভর করছে। আর এ ব্যাপারটি দলের চিকিৎসক সিদ্ধান্ত নিবে। তবে আমি বলতে পারি সে সুস্থ হয়ে উঠবে। ’
বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা, এপ্রিল ০২, ২০১৫