ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

ভিয়েত্তোর স্বপ্ন মেসির পাশে খেলা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৩ ঘণ্টা, এপ্রিল ২, ২০১৫
ভিয়েত্তোর স্বপ্ন মেসির পাশে খেলা লুসিয়ানো ভিয়েত্তো

ঢাকা: আর্জেন্টাইন উঠতি তারকা লুসিয়ানো ভিয়েত্তোকে নিয়ে স্প্যানিশ জায়ান্টদের মধ্যে কাড়াকাড়ি শুরু হয়ে গেছে। বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ আর অ্যাতলেতিকো মাদ্রিদের মতো বড় বড় দলগুলো ভিয়েত্তোকে ক্লাবে ভেড়ানোর জন্য ইতোমধ্যেই তোড়জোড় শুরু করে দিয়েছে।



২১ বছর বয়সী আর্জেন্টাইন এ তারকা স্ট্রাইকার ভিয়ারিয়ালের হয়ে লা লিগায় ২৬ ম্যাচে ১২ গোল করে নিজের জাত চিনিয়েছেন।

বার্সেলোনার লিওনেল মেসিকে আদর্শ মানা ভিয়েত্তোকে এখন পর্যন্ত কোনো দল নিজেদের করে নিতে পারেনি। তবে, বাতাসে ভেসে বেড়াচ্ছে কাতালান ক্লাব বার্সাতেই শেষ ঠিকানা হতে পারে ভিয়েত্তোর।

এ প্রসঙ্গে আর্জেন্টাইন এ তারকা বলেন, সবার মতো আমারও স্বপ্ন রয়েছে মেসির পাশে খেলার। আর যদি সে সুযোগ আমি পেয়েই যাই, তবে আমার স্বপ্ন পূরণ হবে। কিন্তু ট্রান্সফারের বিষয়টি আমার হাতে নয়। আপাতত আমি ভিয়ারিয়ালের হয়ে খেলায় মনোযোগ দিতে চাই।

ভিয়েত্তো আরও বলেন, বাতাসে ভেসে বেড়ানো খবরগুলোর দিকে মনোযোগ না দিয়ে নিজের খেলায় আরও উন্নতি করতে চাই। সময় হলেই একদিন না একদিন আমার স্বপ্ন পূরণ হবে।

মেসি প্রসঙ্গে তিনি বলেন, আর্জেন্টাইন অধিনায়কের পাশে এখনই আমার খেলা হচ্ছে না। তবে, মাঠে হয়তো তার বিপক্ষে খেলার সুযোগ পাব। খেলার মাঠে তাকে কিছুটা হলেও জানতে পারব। তিনি অসাধারণ একজন ব্যক্তি।

ভিয়েত্তো এখন পর্যন্ত আর্জেন্টিনা জাতীয় দলের জার্সি গায়ে মাঠে নামতে না পারলেও দেশটির অনূর্ধ্ব-২০ দলে খেলেছেন। ভিয়ারিয়ালের হয়ে ২৬ ম্যাচ খেলা এ উঠতি তারকা ২০১১-১৪ মৌসুমে ৬৯ ম্যাচ খেলেছেন রেসিং ক্লাবের হয়ে।

বাংলাদেশ সময়: ১৪৩৩ ঘণ্টা, ০২ মার্চ ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।