ঢাকা: ইনজুরির কারণে রিয়াল মাদ্রিদের হয়ে গ্যারেথ বেলের মাঠে নামা নিয়ে সংশয় তৈরি হয়েছে। বার্নাব্যুতে লা-লিগার ম্যাচে ৫ এপ্রিল গ্রানাডার বিপক্ষে খেলবে স্প্যানিশ জায়ান্টরা।
আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ইসরাইলের বিপক্ষে খেলার সময় পেশীর ইনজুরিতে ভোগেন তারকা উইঙ্গার বেল। রিয়ালের অফিসিয়াল ওয়েবসাইটে জানানো হয়, বেলকে সার্বক্ষনিকভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। মাঠে অনুশীলন না করলেও বর্তমানে তিনি জিমে সময় দিচ্ছেন। পরের ম্যাচে তিনি খেলতে পারবেন কিনা তা এখনো নিশ্চিত নয়।
বেলের খেলার ব্যাপারে অনিশ্চয়তা থাকলেও ডিফেন্ডার পেপের না থাকাটা অনেকটা নিশ্চিত। শুধু গ্রানাডার বিপক্ষেই নয় চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে এই পর্তুগিজ ডিফেন্ডারের মাঠে নামা নিয়ে শঙ্কা রয়েছে। শেষ আটে নগর প্রতিদ্বন্দ্বী অ্যাতলেতিকো মাদ্রিদের মুখোমুখি হবে রোনালদো-বেনজেমারা।
চিরপ্রতিদ্বন্দ্বী বার্সার বিপক্ষে এল ক্লাসিকো ম্যাচে উরুর ইনজুরিতে ভোগেন পেপে। এখনও তিনি সেড়ে উঠতে পারেননি। যার দরুণ সম্প্রতি পর্তুগালের স্কোয়াডে থাকলেও প্রীতি ম্যাচে সার্বিয়া ও কেপ বারদে আইসল্যান্ডের বিপক্ষে মাঠে নামতে পারেননি এ সেন্ট্রার ডিফেন্ডার।
বাংলাদেশ সময়: ১৫০৪ ঘন্টা, এপ্রিল ০২, ২০১৫