ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

শুরু হচ্ছে জাতীয় রোলার স্কেটিং চ্যাম্পিয়নশিপ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৬ ঘণ্টা, এপ্রিল ২, ২০১৫
শুরু হচ্ছে জাতীয় রোলার স্কেটিং চ্যাম্পিয়নশিপ ছবি: শোয়েব মিথুন/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বিশ্বের বিভিন্ন দেশে অনেক আগে থেকেই ব্যাপক জনপ্রিয় রোলার স্কেটিং খেলাটি দিন দিন রং ছড়াচ্ছে বাংলাদেশেও। সময়ের সাথে তাল মিলিয়ে খেলাটির পরিধি ঢাকা থেকে ছড়িয়ে যাচ্ছে পুরো দেশে।



বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনের আয়োজনে টানা চতুর্থবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ষষ্ঠ জাতীয় রোলার স্কেটিং চ্যাম্পিয়নশিপ-২০১৫।

এ উপলক্ষে বৃহস্পতিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে রোলার স্কেটিং ফেডারেশনের সাধারণ সম্পাদক আহমেদ আসিফুল হাসান, সহ-সভাপতি মো: নাদিম, যুগ্ম-সম্পাদক সামশের আহমেদ খান ও ফেডারেশনের সদস্য সাইদুর রহমানসহ ফেডারেশনের কর্তাগণ উপস্থিত ছিলেন।     

সংবাদ সম্মেলনে জানানো হয়, ৩-৬ এপ্রিল পর্যন্ত বঙ্গবন্ধু স্টেডিয়াম চত্বর ও ধানমন্ডিস্থ আবহানী লেজার স্কেটিং মাঠে এ প্রতিযোগিতার খেলাগুলো অনুষ্ঠিত হবে। স্কেটিং ও রোলবল এ দুটি ডিসিপ্লিনে এবারের খেলাগুলো অনুষ্ঠিত হবে।

এ আসরে ঢাকাসহ সারা দেশের ২৪টি ক্লাব থেকে ৪২৩ জন খেলোয়াড় স্পিড স্কেটিংয়ে অংশ নেবেন। আর রোলবলে ১২টি ক্লাবের হয়ে মোট ১১৪ জন খেলোয়াড়সহ মোট ৫৩৭ জন অংশ নিচ্ছেন।

এ আসরের বাজেট ধরা হয়েছে ১০ লাখ টাকা। তবে আসরে কোন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান যুক্ত নেই।

বাংলাদেশ সময়: ১৫৫৮ ঘণ্টা, ২ এপ্রিল ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।